BRAKING NEWS

যন্ত্রণায় কাতর রোগীর জিবির দ্বিতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

Jpegনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ রোগ যন্ত্রণায় কাতর এক রোগীর জিবি হাসপাতালে আত্মহত্যার চেষ্টার ঘটনাকে ঘিরে দিনভর উত্তেজনা ছিল হাসপাতাল চত্বরে৷ বুধবার সকালে কামালঘাটের নোয়াগাঁওয়ের বাসিন্দা সুভাষ কর্মকার(২২) জিবি হাসপাতালের দ্বিতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷ তবে, আত্মহত্যা করতে দেখে বেসরকারি নিরাপত্তার কর্মীদের তৎপরতায় তাকে বাঁচানো সম্ভব হয়েছে৷
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সুভাষ কর্মকারকে সাপে ছোবল দিয়েছিল৷ তা থেকেই তার শরীরে বিষক্রিয়া হয়৷ জিবি হাসপাতালে চিকিৎসায় তখন সে সুস্থ হয়ে উঠেছিল৷ কিন্তু যে জায়গায় সাপে ছোবল দিয়েছিল সেখানে এবং পেটে প্রায়ই ব্যথা অনুভূত হত তার৷ এই যন্ত্রণা একবছর ধরে সহ্য করে আসছিল৷ জানা যায়, যন্ত্রণা সহ্য করতে না পেরে গত ৩১ অক্টোবর নিজ বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল৷ পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসেন৷ কিন্তু আজ ফের সে আত্মহত্যার চেষ্টা করে৷ জিবি হাসপাতালে দ্বিতলের ছাদ থেকে ঝাঁপ দেয় সুভাষ কর্মকার৷ কিন্তু ভাগ্যের জোরে এক তালার জানালার সানসেডে আটকে যায়৷ উপস্থিত লোকজনরা বিষয়টি দেখেই তাকে বাঁচানোর চেষ্টা করেন৷ তখন সে সানসেডের উপর থেকে বিদ্যুৎ পরিবাহী লাইনে স্পর্শ করে আত্মহত্যার চেষ্টা করে৷ কিন্তু তাতে কোনমতেই সক্ষম হয়নি সুভাষ৷ ততক্ষণে বেসরকারি নিরাপত্তা কর্মীরা সানসেডে উঠে তাকে ধরে ফেলেন৷ ফলে, প্রাণে বেঁচে যান ঐ যুবক৷
জিবি হাসপাতালের জনৈক চিকিৎসক এবিষয়ে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রোগ যন্ত্রণায় ঐ যুবক মানসিক দিক দিয়ে চরম ভাবে ভেঙ্গে পড়েছে৷ যন্ত্রণার হাত থেকে পরিত্রাণের জন্যই বারবার তার আত্মহত্যার চেষ্টা বলে চিকিৎসকরা মনে করেন৷ ফলে, তাকে এখন চিকিৎসার পাশাপাশি মানসিক অবসাদ দূর করারও জন্য জিবি হাসপাতালের তরফে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা তাই এখন দেখার বিষয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *