কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিল ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ ৪-বড়জলা (তপশিলী জাতি সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে

কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিলের মিছিল ঘিরে অফিস লাইনে পুলিশের সাথে ধস্তাধস্তি৷ ছবি নিজস্ব৷
কংগ্রেস প্রার্থীর মনোনয়ন দাখিলের মিছিল ঘিরে অফিস লাইনে পুলিশের সাথে ধস্তাধস্তি৷ ছবি নিজস্ব৷

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ১টি মনোনয়নপত্র জমা পড়েছে৷ ভারতী জাতীয় কংগ্রেসের প্রার্থী রাজেন্দ্র কুমার দাস এই নির্বাচনী ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরীর কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন৷
এদিকে, কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে এদিন অফিস লাইনে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়েছে কংগ্রেস কর্মী সমর্থকদের৷ জানা গিয়েছে, দলীয় প্রার্থীকে নিয়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা একটি মিছিল করে শহরে৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আইজিএম চৌমুহনীর সামনে বিরেন্দ্র ক্লাবের কাছে গেলে পুলিশ মিছিলটির গতি রোধ করে৷ প্রশাসনিক নিয়ম অনুযায়ী অফিল লাইনের প্রবেশের মুখেই সমস্ত রাজনৈতিক দলের মিছিল থামতে হবে৷ সেখান থেকে প্রার্থীকে নিয়ে চার পাঁচজনের প্রতিনিধিরা রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসকের অফিসে গিয়ে মনোনয়নপত্র দাখিল করবেন৷ কিন্তু, কংগ্রেস কর্মীরা অফিস লাইন হয়ে মহকুমা শাসকের অফিস পর্যন্ত যেতে চায়৷ পুলিশ মিছিলের গতি রোধ করলে মিছিলের কর্মী সমর্থকরা জোর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তখন পুলিশ বাধা দেয়৷ এনিয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে উঠে৷ পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়৷ তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে কিছুক্ষণের মধ্যেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *