BRAKING NEWS

দেশজুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব দীপাবলি

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.) : কালীপুজোর পর আজ দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলি । চলছে আলোর উৎসব। কেউ বাদ নেই সে উৎসবে, সেলেব্রিটি থেকে নেতা মন্ত্রী কিম্বা আম জনতা। আজ রোশনাইয়ে ভরপূর পথ ঘাট, বাড়ি। রবিবার দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ।
মন কি বাত অনুষ্ঠানে আজ সারাদেশের মানুষকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা এসেছে রাষ্ট্রপতির টুইটার অ্যাকাউন্ট থেকেও। মোদী এবারের দীপাবলির বিশেষ শুভেচ্ছা দিয়েছেন দেশের সীমান্তরক্ষার কাজে নিযুক্ত হাজার হাজার জওয়ানদের জন্য।
তবে এই উৎসবের দিনই খুব একটা শান্তিতে নেই কলকাতা। সকাল থেকেই মাঝে মাঝে আকাশে জমা হচ্ছে মেঘ, কয়েকফোঁটা ঝরছেও আকাশ থেকে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্নাবর্ত। তাই বৃষ্টির আশঙ্কা থাকছে আজ ও কাল। যেটুকু সময় বৃষ্টি নেই, সেটুকুকেই উৎসবের শেষ বেলায় উপভোগ করে নিতে চাইছে বাঙালি।
তবে এত আনন্দের মধ্যেও কিন্তু রয়েছে অন্য আশঙ্কা। কেন্দ্রের ভূবিজ্ঞান দফতরের পক্ষে জানানো হয়েছে, গতবছরের তুলনায় বাতাসে এই বছর দূষণের পরিমান বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। বলা হযেছে, দেশ জুড়ে এয়ার কোয়ালিটি ইনডেক্সের পারদ দেওয়ালির দিন পৌঁছে যাবে ৪৩২–এ, পরের দিন সেটা পৌঁছবে ৪৭২–এ। সাধারণত ৩০০–৪০০ মধ্যে পারদ থাকা মানেই বাতাস খুবই দূষিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *