BRAKING NEWS

দুর্গোৎসবে পৃথক যান সন্ত্রাসের বলি শিশু, জখম দশ, ক্ষুব্ধ জনতা জ্বালিয়ে দিল গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর ৷৷ দুর্গোৎসবে যান সন্ত্রাস সবচেয়ে বড় আতঙ্কের কারণ ছিল৷ একাধিক স্থানে দুর্ঘটনায় নিহত এবং গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে৷ সপ্তমী রাতে রাজধানীর লালবাহাদুর চৌমুহনীতে দুর্ঘটনাকে কেন্দ্র

বুধবার বিশ্রামগঞ্জে মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্থ গাড়ি দুটি৷ নিজস্ব ছবি৷
বুধবার বিশ্রামগঞ্জে মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্থ গাড়ি দুটি৷ নিজস্ব ছবি৷

করে উত্তেজিত জনতা গাড়ি পুড়িয়ে দিয়েছে৷ এই দুর্গোৎসব চলাকালীন দুইজনের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে৷ এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন৷

দশমীর রাতে সিদ্ধি আশ্রমে একটি দুর্ঘটনায় সাত বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে৷ জানা গেছে, দশমীর দিন পুজো দেখে অটোতে করে বাড়ি ফেরার পথে সিদ্ধিআশ্রমে একটি ম্যাক্স গাড়ির সাথে সংঘর্ষ হয় অটোটির৷ অটোতে মোট নয়জন যাত্রী ছিলেন৷ জানা গেছে, অন্তরা ভৌমিক(৭) ঘটনাস্থলেই মারা যান৷ তার বাবা বাবুল ভৌমিক সহ তিনজন গুরুতর আহত হয়েছেন৷ বাকিরাও অল্পবিস্তর আঘাত পেয়েছেন৷ আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের মতে, অটোতে অতিরিক্ত যাত্রীবহন করার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ প্রশ্ণ উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও৷ নয়জন যাত্রী নিয়ে অটোটি কি করে পুলিশের চোখে ধুলো দিতে পারল সে প্রশ্ণই আজ উঠেছে৷

এদিকে, সপ্তমী রাতে আনুমানিক দেড়টা নাগাদ আগরতলা লালবাহাদুর চৌমুহনীতে দুর্ঘটনায় প্রায় ৭জন পথচারী আহত হয়েছেন৷ ঐদিন মদমত্ত অবস্থায় চালক গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে যাওয়ার সময় একটি বাইককে ধাক্কা দেয়৷ তাতে বাইকে থাকা এক মহিলা ছিটকে পড়ে৷ গাড়িটি তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঐ মহিলাকেও টেনে হিঁচড়ে অনেক দূর নিয়ে যায়৷ তাতে ঐ মহিলা গুরুতরভাবে আহত হন৷ পালিয়ে যাওয়ার সময় টিএসআর জওয়ানরা গাড়িটিকে আটকাতে চেষ্টা করলে তারাও আহত হন৷ এছাড়াও গাড়িটি আরো কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়৷ স্থানীয় জনগণ গাড়িটি ধাওয়া করলে পুরাতন কেন্দ্রীয় সংশোধনাগারের কাছে গিয়ে গাড়ি সমেত তিনজনকে ধরে ফেলে জনগণ৷ গাড়ি থেকে বের করে তখন তাদের উত্তম মধ্যম দেওয়া হয়৷ জানা গেছে, ঐ গাড়িটিতে দুই যুবক ও এক যুবতী ছিল৷ তারা প্রত্যেকেই মদমত্ত অবস্থায় ছিল বলে স্থানীয় জনগণ সূত্রে জানা গেছে৷ পুলিশ মদমত্ত গাড়ির চালক নিরুপম দেববর্মাকে আটক করেছে৷ এদিকে, ঐ আহত মহিলাকে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঐ মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্হিরাজ্যে পাঠানো হয়েছে৷ পারিবারিক সূত্রে জানা গেছে, ঐ মহিলার একটি পা কাটা যাবে৷ ঐদিন দুর্ঘটনায় অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷

এদিকে, নিমবার্ক সংলগ্ণ এলাকার একটি অতিরিক্ত মালবাহী ট্রাক এক গৃহবধূকে পিষে মেরেছে৷ ট্রাকটি ঐ মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়৷ এছাড়াও দুর্গোৎসব চলাকালীন রাতের বেলা মোটর চালিত রিক্সাগুলিকে মারাত্মক গতিতে রাস্তায় চলতে দেখা গেছে৷ দুয়েকটি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ঐ রিক্সাগুলি দুর্ঘটনার মুখে পড়েছে বলে খবর৷

চড়িলাম সংযোজন ঃ জাতীয় সড়কের উপর  বিশ্রামগঞ্জের লোন্তাইছড়া এলাকায় বুধবার সকালে ঘটে এক যায় দুর্ঘটনা৷ ঘটনাটি ঘটে আগরতলামুখী মারুতি ভ্যান টিআর০১বি-০২৭২ নম্বরের গাড়িটি প্রচন্ড গতিতে এসে টিআর০১-ভি-০৭৭০ হোন্ডাই গাড়িটিকে ধাক্কা মারে৷ এতে গুরুতর জখম হয় হোন্ডাইগাড়ির মালিক তথা ডা সুমিত্র দেব৷ আগরতলা ৫নং রামনগর এলাকায় তার বাড়ি৷ তাছাড়া মারুতি ভ্যান গাড়িতে থাকা দুজন হলেন দেবাশিস দাস, আর কে পুর উদয়পুরে তার বাড়ি ও অন্য একজন হলেন সন্তোষ দাস, বাড়ি আগরতলা আড়ালিয়া লোকনাথ আশ্রমের নিকট৷ তিনজনই গুরুতর আহত  হন৷ সঙ্গে সঙ্গে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে যান দুর্ঘটনাস্থলে৷ সেখান থেকে আহতদের প্রথমে ত্রিপুরেশ্বরী হাসপাতালে পাঠানো হলে তাদের সেখান থেকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়৷ আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *