BRAKING NEWS

মেডিক্যালে ছাত্রভর্তি নিয়ে হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ মেডিক্যাল ছাত্র ভর্তি নিয়ে সুপ্রিমকোর্টের রায়ে বহাল রইল উচ্চ আদালতের Healthনির্দেশ৷ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা অর্থাৎ রাজ্যের কোটা থেকেই ১২ জন ছাত্রছাত্রীকে মেডিক্যালে ভর্তির সুযোগ দিতে হবে৷ বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছিল সারা দেশে অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় মেধা তালিকায় যারা রয়েছেন তারাই সেন্ট্রাল কোটায় ভর্তি হতে পারবে মেডিক্যালে৷ কিন্তু আজ পুনরায় সুপ্রিমকোর্ট ত্রিপুরা সরকারকে নির্দেশ দেয় রাজ্যের কোটা থেকেই ঐ ১২ জন ছাত্রছাত্রীকে ভর্তি করতে হবে৷ তাতে, গত ৩০ সেপ্ঢেম্বর যাদের কাউন্সিলিং করা হয়েছিল তাদেরকেই ভর্তির সুযোগ দিতে হবে৷ সেই অনুযায়ী শুক্রবার বিকেল ৫টার মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট৷ নির্দেশ মোতাবেক এদিন বিকেল ৫টার মধ্যেই মেডিক্যালে খালি ১২টি আসনে ১২ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে৷ ফলে, বৃহস্পতিবারের নির্দেশ মোতাবেক আজ সকাল থেকে নতুন করে কাউন্সিলিং এবং ভর্তি প্রক্রিয়া রাজ্য সরকারকে বাতিল করতে হয়েছে৷
এদিকে, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজের শূন্য আসনে ছাত্র ভর্তির প্রসঙ্গে দেশের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবারের নির্দেশিকার পরিমার্জন করেছে৷ শুক্রবার পৃথক একটি মামলায় রায়দান করতে গিয়ে সুপ্রিমকোর্ট ত্রিপুরা সরকারকে এমবিবিসির শূন্য আসনগুলোতে রাজ্য কোটা পলিসি অর্থাৎ রাজ্য জয়েন্টের মেধা তালিকা অনুসারে ছাত্রদের ভর্তি করতে নির্দেশ দিয়েছে৷ শুক্রবারের মধ্যেই এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷ সংশ্লিষ্ট বিষয়ে সুপ্রিমকোর্ট আর কোন নির্দেশ জারি করবে না বলেও জানিয়েছে৷ শুক্রবার মহাকরণে এক একান্ত সাক্ষাৎকারে রাজ্য সরকারের আইন সচিব এ কে নাথ এই সংবাদ জানিয়েছেন৷
উল্লেখ্য ইতিপূর্বে হাইকোর্টেও এই রায় ঘোষণা করেছিল৷ কিন্তু রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে আপিল করে৷ এদিকে, সুপ্রিমকোর্টের নির্দেশ পেলে রাজ্য সরকার এজিএমসির এমবিবিএস কোর্সের শূন্য আসনগুলোতে রাজ্য জয়েন্টের মেধা তালিকা অনুসারে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে৷ রাজ্য জয়েন্টের কোটায় ভর্তি হতে পেরে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরাও খুশি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *