BRAKING NEWS

সাহস থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক ঃ বিজন ধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা চলছে৷ বিজেপিকে উদ্দেশ্য করে সিপিএম রাজ্য সম্পাদক কটাক্ষের সুরে বলেন, বামফ্রন্ট সরকারকে সংবিধানের ৩৫৬ ধারার ভয় দেখানো হচ্ছে৷ তিনি

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ নিজস্ব ছবি৷
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ নিজস্ব ছবি৷

বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সাহস থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক৷ তাঁর সাফ কথা, সার্জিক্যাল স্ট্রাইকের গণসমর্থন নেই৷ তাই বিজেপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের কৌশল নিয়েছে৷
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর স্পষ্ট বলেন, রাজ্যে বিজেপি নৈরাজ্য সৃষ্টি করছে৷ এর তীব্র নিন্দা জানান তিনি৷ তাঁর মতে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা চলছে৷ এদিন, সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতির সার্জিক্যাল স্ট্রাইক ত্রিপুরায় ঢুকতে পারে বলে মন্তব্যে চটে লাল হয়ে যান বিজনবাবু৷ তিনি কটাক্ষের সুরে বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের গণসমর্থন নেই৷ তাই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য রাষ্ট্রপতি শাসনের ভয় দেখানো হচ্ছে৷ তিনি বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন সাহস থাকলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখাক৷ ফলে, এদিন ত্রিপুরায় সার্জিক্যাল স্ট্রাইক ঢুকতে পারে বলে বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যে সিপিএম যেভাবে কড়া ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাতে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ ঊর্দ্ধমুখী বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
বৃহস্পতিবার সিপিএম রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠক শেষ হয়েছে৷ বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক বিজন ধর জানিয়েছেন, বিজেপি সহ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা কর্মসূচীর গ্রহণ করা হবে৷ লক্ষ্মীপুজোর পর থেকে আন্দোলন সারা রাজ্যে শুরু হবে৷ মহকুমাভিত্তিক কনভেনশন এবং এরপর গণসংগ্রাম পালন করা হবে এরাজ্যে৷ এরই পাশাপাশি আগামী ৭ নভেম্বর থেকে ২০১৭ সালের ৭ নভেম্বর পর্যন্ত বর্ষব্যাপী নভেম্বর বিপ্লব দিবস পালন করা হবে৷ তিনি আরো জানান, ১০ অক্টোবর গোলাঘাঁটিতে কৃষক আন্দোলন দিবস, ১২ অক্টোবর বীরচন্দ্র মনুতে শহীদ দিবস পালন করা হবে৷ এদিকে, বড়জলা ও খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য দলীয়ভাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন৷ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সিপিএম ঐ দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করবে বলে বিজনবাবু জানিয়েছেন৷
চিনির দাম নিয়েও এদিন সিপিএম রাজ্য সম্পাদক বিজেপিকে এক হাত নিয়েছেন৷ তাঁর বক্তব্য, গত দুই মাসে পাইকারি মূল্যে চিনির দাম ৩৬ শতাংশ বেড়েছে৷ কেন্দ্র নির্দিষ্ট ভর্তুকি দিয়ে হাত তুলে বসে থাকে৷ ফলে, টেন্ডার এবং বাড়তি ভর্তুকি রাজ্যকে বহন করতে হচ্ছে৷ চিনির দাম নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বিজনবাবু বলেন, চিনির মূল্য বৃদ্ধি কেন হচ্ছে তার জবাব আগে দিন৷ সব মিলিয়ে এদিন সিপিএম রাজ্য সম্পাদক বিজেপির বিরুদ্ধে এরাজ্যে যুদ্ধ একপ্রকার ঘোষণা করে দিয়েছেন৷ ২০১৮ বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বিজেপি বিরোধী অবস্থান আরো মজবুত করতে হবে৷ সে কথাই এদিন আরো স্পষ্ট হয়ে গেল বিজনবাবুর বক্তব্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *