BRAKING NEWS

সপ্তমী থেকেই শুরু হচ্ছে আগরতলা থেকে কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল সরাসরি আগরতলা-কলকাতা যাত্রী রেল RAIL TRIPURAপরিষেবার৷ আগামী ৮ অক্টোবর সপ্তমী পুজোর দিন সকাল ৫.১৫ মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা স্টেশন থেকে শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে৷ মোট ১৫৫৬ কিলোমিটার পথ পাড়ি দিতে ট্রেনটির সময় লাগবে ৩৮ ঘন্টা৷ শিয়ালদহ পর্যন্ত মোট ৩৮টি স্টেশনে দাঁড়াবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ গুয়াহাটি থেকে শিয়ালদহ পর্যন্ত যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি রোজ চলছে সেই ট্রেনটিকেই আগরতলা পর্যন্ত বাড়ানো হয়েছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের তরফে জানানো হয়েছে এই ট্রেনে কেবলমাত্রআগরতলা সংরক্ষণের জন্য একটি বাতানুকুল থ্রি টায়ার, একটি স্লিপার ক্লাস কামরার ব্যবস্থা করা হলেও গোটা গাড়িতে একটি বাতানুকুল টু টায়ার, চারটি বাতানুকুল থ্রি টায়ার, ছয়টি স্লিপার ক্লাস, চারটি চেয়ার কার এবং চারটি জেনারেল সেকেন্ড ক্লাস কামরা সহ দুটি লাগেজ কাম পারসেল ভ্যান থাকবে৷ ট্রেনটি প্রতি শনি ও মঙ্গলবার আগরতলা থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেবে৷ শিয়ালদহ পৌঁছাবে যথাক্রমে রবি ও বুধবার রাত ৭টা ২৫ মিনিটে৷ একইভাবে প্রত্যেক রবি ও বুধবার শিয়ালদহ স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৬টা ৩৫ মিনিটে ছাড়বে এবং আগরতলায় পৌঁছাবে যথাক্রমে সোম ও বৃহস্পতিবার রাত নয়টায়৷
আগরতলা-কলকাতা যাত্রী ট্রেন পরিষেবা প্রসঙ্গে বৃহস্পতিবার মহাকরণে পরিবহনমন্ত্রী মানিক দে সন্তোষ ব্যক্ত করে বলেন, রাজ্যবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে৷ দুর্গোৎসবের মুহূর্তে রাজ্যবাসীর কাছে এটি একটি দারুণ উপহার৷ তিনি বলেন, আগরতলা -কলকাতা ট্রেন পরিষেবা চালু করার জন্য রাজ্যবাসীর অনেকদিনের দাবি ছিল৷ কারণ, কলকাতার সঙ্গেই রাজ্যের বিভিন্ন বিষয়ে যোগাযোগ বেশি৷ স্বাভাবিক কারণেই গত ৩১ জুলাই আগরতলা-দিল্লি ট্রেন পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই আগরতলা-কলকাতার মধ্যে ট্রেন পরিষেবা চালু করার দাবি আরো জোরালো হয়ে উঠে৷ গত ৩১ জুলাই আগরতলা-দিল্লি ট্রেন পরিষেবার উদ্বোধনী মঞ্চে রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু ঘোষণা দিয়েছিলেন আগস্ট মাসের মধ্যেই আগরতলা-কলকাতা রুটে যাত্রী রেল চালু করা হবে৷ কিন্তু ঐ নির্দিষ্ট সময়ের মধ্যে আগরতলা-কলকাতা ট্রেন পরিষেবা চালু না হওয়ায় গত সেপ্ঢেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি রেলমন্ত্রীকে চিঠি লিখেন ট্রেন চালু করার ব্যাপারে৷ রেলমন্ত্রী তখন শীঘ্রই আগরতলা-কলকাতা রেল চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন৷
এদিকে, আগরতলা-শিয়ালদহ ট্রেনের টিকিট বুকিং বৃহস্পতিবার রাত অব্দি শুরু হয়নি৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে টিকিট বুকিং শুরু করা হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *