BRAKING NEWS

নির্দিষ্ট অভিযোগ আসলে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর, বর্হিরাজ্যে ছাত্রভর্তিতে বিদ্যা ব্যবসা করছেন প্রশাসনের কর্তারা, অভিযোগ তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ তপশিলী জাতি, তপশিলী উপজাতি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জেএনএম ও sudip-press-meetবিএসসি নার্সিংয়ে বর্হিরাজ্যে কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ সোমবার সাংবাদিক সম্মেলনে সুদীপবাবু বলেন, যে নয়টি কলেজকে রাজ্য সরকার বাছাই করেছে তাদের পরিকাঠামোগত যোগ্যতা নেই৷ বর্হিরাজ্যে ছাত্রছাত্রী ভর্তির নামে প্রশাসনের কর্তারা বিদ্যা ব্যবসায় জড়িয়ে পড়েছে৷ তিনি ঐ নয়টি কলেজকে বাতিল করার দাবি জানিয়েছেন৷ পাশাপাশি বাছাই প্রক্রিয়া বাতিল করে নতুন কলেজ বেছে নেওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছেন৷ অন্যথা তৃণমূল কংগ্রেস আন্দোলনের পথে যাবে বলে শ্রী বর্মণ হুমকি দিয়েছেন৷ শুধু তাই নয়, বিষয়টি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের গোচরে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন৷ এদিকে, বিধায়ক শ্রী বর্মণের অভিযোগের প্রতিক্রিয়ায় উচ্চশিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, উচ্চ শিক্ষা দপ্তরের তরফে এসটি, এসসি এবং সংখ্যালঘু দপ্তরকে নির্দিষ্ট গাইড লাইন বানিয়ে দেওয়া হয়েছে৷ কিন্তু এবিষয়ে নির্দিষ্ট কোন অভিযোগ আসলে নিশ্চয়ই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে৷ যদি কেউ নিয়মনীতি উলঙ্ঘন করে থাকেন তাহলে তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না৷ তিনি দাবি করে বলেন, উচ্চ শিক্ষা দপ্তর যে গাইড লাইন তৈরি করে দিয়েছে তা উলঙ্ঘন করার কথা নয়৷
এদিন, সাংবাদিক সম্মেলনে শ্রী বর্মণ জানান, কেন্দ্রীয় সরকার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ তপশিলী জাতি, তপশিলী উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রী যারা অর্থের জন্য উচ্চ শিক্ষা নিতে পারছে না তাদের কেন্দ্রীয় স্কিমে একশ শতাংশ স্পন্সরের মাধ্যমে বর্হিরাজ্যে জেএনএম এবং বিএসসি নার্সিং কোর্সে ভর্তি করা হবে বলে ঘোষণা দিয়েছে৷ এক্ষেত্রে কত সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হতে পারবেন তা বেঁধে দেওয়া হয়নি৷ রাজ্য সরকার গত ২৭ জুলাই জেএনএম এবং বিএসসি নার্সিংয়ের বিভিন্ন কলেজকে এই স্কিমে ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য দরখাস্ত আহ্বান করে৷ দরখাস্ত জমা দেওয়ার ক্ষেত্রে প্রায় ২২টি শর্ত রয়েছে৷ শ্রী বর্মণ দাবি করে বলেন, ঐ সমস্ত শর্ত পূরণ করলেই কেন্দ্রীয় স্কিমে ছাত্রছাত্রীরা ঐ কলেজগুলিতে ভর্তি হবে৷ আর এখানেই দুর্নীতি হয়েছে বলে তিনি জোর গলায় দাবি করেন৷ তাঁর বক্তব্য, ৩১টি কলেজ অংশগ্রহণ করেছিল৷ তাতে ৯টি কলেজকে রাজ্য সরকার বাছাই করেছে৷ জেএনএম কোর্সে দুই বছরের জন্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা এবং বিএসসি নার্সিং ৩ লক্ষ ৩ হাজার টাকা ফি নির্ধারিত হয়৷ শ্রীবর্মণ দাবি করে বলেন, যে ৯টি কলেজ রাজ্য সরকার বাছাই করেছে তাদের সমস্ত শর্ত পূরণ করা সম্ভব নয়৷ তিনি শর্তগুলির উল্লেখ করে বলেন, প্রথমত ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং স্টেট নার্সিং কাউন্সিলের অনুমোদন আবশ্যিক৷ দ্বিতীয়ত ঐ কলেজের নিজস্ব হাসপাতাল থাকাও জরুরি৷ তৃতীয়ত নিজস্ব একাডেমিক ভবন, ল্যাব এবং ক্লাসরুম থাকা প্রয়োজন৷ এসব মিলিয়ে প্রায় ২২ টি শর্ত রয়েছে যেগুলি পূরণ হলে তবেই কেন্দ্রীয় স্কিমে ছাত্রছাত্রীরা ঐ কলেজগুলিতে ভর্তি হবে৷
শ্রীবর্মণের কথায়, রাজ্য সরকারের বাছাই করা কলেজ জোসকো, জেপি, মহাত্মা গান্ধী, হায়দ্রাবাদের মৈত্রী, শ্রীশ্রী ভেঙ্কটেশ, ব্যাঙ্গালুরের শ্রীশ্রী ভেঙ্কটেশ, গ্লোবাল এবং নূর এই কলেজগুলির একটারও নিজস্ব হাসপাতাল নেই৷ শ্রীশ্রী ভেঙ্কটেশ কলেজটি ভাড়া বাড়িতে পরিচালনা হচ্ছে৷ জোসকো এবং জেপি এই দুটি কলেজের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের এবং রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নেই৷ আরো অবাক করার বিষয় হল, পরিকাঠামোগত মারাত্মক ত্রুটির কারণে দুবছর আগে মহাত্মা গান্ধী কলেজে ছাত্রছাত্রীরা কলেজ বয়কট করেছিল৷ শ্রী বর্মণ অভিযোগ করে বলেন, রাজ্য সরকারের অফিসাররা সমস্ত কিছু জেনেও এই কলেজগুলিকে কেন্দ্রীয় স্কিমের আওতায় ছাত্রছাত্রী ভর্তির জন্য বাছাই করেছেন৷ তাঁর আরো অভিযোগ, এর পেছনে বিরাট আর্থিক লেনদেনও হয়েছে৷ তিনি নির্দিষ্ট করে বলেন, তপশিলী উপজাতি দপ্তরের অধিকর্তা এবং তপশিলী জাতি দপ্তরের যুগ্ম অধিকর্তা ঐ কলেজগুলির পরিদর্শনে গিয়েছিলেন৷ পরিকাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও কলেজগুলিকে কিভাবে বাছাই করা হল সে প্রশ্ণ এদিন তুলেছেন সুদীপবাবু৷ তিনি দাবি জানান, অবিলম্বে কলেজগুলির বাছাই প্রক্রিয়া বাতিল করে নতুন কলেজ বেছে নেওয়ার জন্য৷ এই দাবি পূরণ না করা হলে তৃণমূল কংগ্রেস আন্দোলনের পথ বেছে নেবে বলেও তিনি হুমকি দিয়েছেন৷ পাশাপাশি জানান, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রককে এবিষয়ে নালিশ জানানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *