BRAKING NEWS

বামফ্রন্ট সরকারকে হঠাতে ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রয়াস চলছে ঃ সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ বামফ্রন্ট সরকারকে হটানোর জন্য নানা ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রয়াস CPIMচালাচ্ছে প্রতিক্রিয়াশীল শক্তিগুলি৷ সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলী এক বিবৃতিতে একথা জানিয়েছে৷ দলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বুধবার গণডেপুটেশনের নাম করে একাংশের বিজেপি সমর্থক সোনামুড়া মহকুমা শাসকের অফিসে উচ্ছ্বঙ্খল আচরণ ও সরকারি আসবাবপত্র ভাংচুর করেছে৷ সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী বিজেপি’র এই উচ্ছ্বঙ্খল আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে৷
রাজ্যের বামফ্রন্ট সরকারের জনকল্যাণমূলক কাজের সাফল্য ও তার প্রতি ব্যাপক অংশের জনগণের সমর্থন ও আস্থা বাম বিরোধী শক্তিগুলিকে হতাশ করেছে৷ রাজ্যের বিভিন্ন অংশের জনগণের ধারাবাহিক গণআন্দোলন তাদের আতঙ্কিত করে তুলেছে৷ বাম বিরোধী শিবির থেকে বিরাট সংখ্যক মানুষ শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের শিবিরে প্রতিনিয়ত যোগ দিচ্ছেন৷ এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব জানান দিতে এবং যে-ভাবেই হোক বামফ্রন্ট সরকারকে হটাবার লক্ষ্যে রাজ্যের প্রতিত্রিয়াশীল শক্তিগুলি নানা ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রয়াস চালাচ্ছে৷ বিজেপি’র এই দুষ্কর্ম সেই সম্মিলিত ষড়যন্ত্রেরই অঙ্গ৷
বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত-তপশিলী জাতি উপজাতি- ধর্মীয় সংখ্যালঘু ও অন্যান্য পশ্চাদপদ অংশের জনগণের স্বার্থবিরোধী আর্থিক নীতি অনুসরণ করে চলেছে৷ কর্মসংস্থানের সুযোগ ক্রমশ কমছে৷ ধর্মের নামে সাম্প্রদায়িক ভেদ-বিদ্বেষের রাজনীতি চালানো হচ্ছে৷ মোদি সরকারের স্বৈরাচারী নানা পদক্ষেপ এবং মার্কিন সাম্রাজ্যবাদমুখী বিদেশ নীতি ইত্যাদির বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে জনগণের ক্ষোভ ফেটে পড়ছে৷ এই পরিস্থিতিকে আড়াল করা ও সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার মতলবে বিজেবি যে ধরনের অগণতান্ত্রিক পথ গ্রহণে সচেষ্ট রয়েছে, সে সম্পর্কে ত্রিপুরার শান্তি-সম্প্রীতি -উন্নয়নকামী জনগণকে সজাগ ও সতর্ক থেকে সোনামুড়া মহকুমা শাসকের অফিসে হামলার ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে পার্টি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *