BRAKING NEWS

কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনে ৮৫ শতাংশ আসনে জয়ী বামপন্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে ২২টি ডিগ্রী কলেজের মধ্যে ১৩টি কলেজে বিনা photo-2প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এসএফআই এবং টিএসইউ প্রার্থীরা৷ প্রায় ৮৫ শতাংশ আসনেই জয়ী এই দুই বামপন্থী ছাত্র সংগঠন৷ আগামী ২০ সেপ্ঢেম্বর মাত্র ১৫ শতাংশ আসনে ভোট গ্রহণ করা হবে৷ এবছরই প্রথম আইপিএফটির ছাত্র সংগঠন গন্ডাছড়া কলেজে লড়াই করছে৷ তবে ১৫ শতাংশ আসনেও জয়ে আশাবাদী এসএফআই এবং টিএসইউ৷ বৃহস্পতিবার আগরলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব৷
অন্যান্য বছরের মত এবছরও রাজ্যের কলেজগুলিতে জয়ের ধারা অব্যাহত রাখতে চলেছে এসএফআই এবং টিএসইউ৷ সরকারীভাবে ঘোষণা না হলেও মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষার পর পরিস্কার চিত্র সামনে এসেছে৷ এসএফআই-টিএসইউ প্রার্থীরা ১৩টি কলেজের সবকটি আসনেই জয়ী হয়েছে৷ ২২টি ডিগ্রি কলেজের মোট ৭৯১টি পদের মধ্যে ৩৯২টি অফিস বিয়ারার এবং ২৯৮টি ক্লাস রিপ্রেজেন্টেটিভের আসন রয়েছে৷ ইতিমধ্যে ২৯২ টি অফিস বিয়ারার পদে জয়ী হয়েছে এসএফআই এবং টিএসইউ প্রার্থীরা৷ তাছাড়া ৩৭৮টি পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় এসএফআই এবং টিএসইউ জোট৷ শতাংশের হিসাবে ৮৫ শতাংশ আসনে জয়ী হয়েছে বামপন্থী এই দুই ছাত্র সংগঠন৷ মাত্র ১৫ শতাংশ আসনে হবে লড়াই৷ বৃহস্পতিবার আগরতলায় আম্বেদকর ভবনে এক সাংবাদিক সম্মেলনে এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান, ৯টি কলেজে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে৷ তৃণমূল ছাত্র পরিষদের ছত্রছায়ায় নির্দল এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে হবে মূল লড়াই৷ ৯টি কলেজের ৩৭৪টি আসনের মধ্যে মোট ১২টি অফিস বিয়ার এবং ক্লাস রিপ্রেজেন্টেটিভ পদে লড়াই হবে৷এদিকে, নির্বাচন এগিয়ে আসতেই প্রচারে ঢেউ তুলছে শাসক ও বিরোধী উভয় দলের ছাত্র সংগঠনগুলি৷ প্রতিদিনই কলেজে কলেজে চলছে প্রচার৷ এসএফআই-টিএসইউকে চ্যালেঞ্জ জানিয়ে প্রচারে অংশ নিচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, নির্দল সহ সমস্ত বিরোধী ছাত্র সংগঠন৷ এবছর শুধুমাত্র রামঠাকুর কলেজে প্রতিদ্বন্দ্বিতা করছে ছাত্র সংগঠন এআইডিএসও৷ উল্লেখ্য ২০ সেপ্ঢেম্বর অনুষ্ঠিত হবে কলেজের ছাত্র সংসদ নির্বাচন৷

youtu.be/9dL29tUNp14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *