দক্ষ শ্রমিকের মর‌্যাদা পাবেন সুরক্ষাকর্মীরা, বাড়বে বেতনও

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : এবার কেন্দ্রীয় সরকার সমাজের সুরক্ষা প্রদানকারী কর্মীদের দক্ষ শ্রমিকের মর‌্যাদা দিল|bandaruৱুধবার এক অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বান্ডারু দত্তাত্রেয় সিকিউরিটি গার্ড বা সুরক্ষাকর্মীদের অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ শ্রমিকের মর‌্যাদার কথা ঘোষণা করলেন| পাশাপাশি বন্দুকধারী গার্ড ও সুপার ভাইজারদের অধিক অদক্ষ শ্রমিকের মর‌্যাদা দেওয়ার কথাও তিনি এদিন ঘোষণা করেন| সেই সঙ্গে ৪০ শতাংেশর বেশি বেতন বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছে|
এদিন দিল্লিতে ‘সুরক্ষা উদ্যোগ সম্মেলন-২০১৬’-সভায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রী আরও বলেন, সমাজে সুরক্ষাকর্মীদের অবিলম্বে দুই শেণিতে ভাগ করা প্রয়োজন| এরমধ্যে দিয়েই তাদের মাসিক বেতনও নির্ধারিত করা যেতে পারে| কেন্দ্রীয় সরকার এই দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে নু্যনতম মাসিক বেতন ১৫ হাজার ও অধিক দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে নু্যনতম মাসিক বেতন ২৫ হাজার টাকা করার প্রস্তাব করছে| আর এই বেতনক্রম অবিলম্বে লাগু করার জন্য তিনি প্রত্যেক বেসরকারি সিকিউরিটি গার্ড এজেনিসগুলোকে আর্জি জানান| তিনি আরও বলেন, কেন্দ্রে মোদী সরকার দীর্ঘদিন ধরে বেসরাকারিস্তরে এই স্কিম চালু করার জন্য চেষ্টা চালাচ্ছে| এই স্কিম চালু হলে দেশের প্রায় ৫০ লক্ষ সুরক্ষাকর্মী উপকৃত হবেন| শুধু তাই নয়, ২৫ লক্ষ টাকার বেশি সামাজিক সুরক্ষা বিমাও ওই সুরক্ষাকর্মীদের পরিবারকে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি| তবে কোন সুরক্ষাকর্মীর বেতন কত হবে, তা ওই শ্রমিকের দক্ষতার উপর নির্ভর করবে বলেও তিনি জানান|
অনুষ্ঠানে শ্রমমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি রাজ্যে নু্যনতম মজুরি এক রাখার জন্য ৪৪টি কেন্দ্রীয় শ্রম আইনকে চারভাগে ভাগ করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পেশ করা হবে| সংসদের আগামী অধিবেশনে এই বিষয়ে বিল পাশ করিয়ে এই স্কিম চালু করা হবে| তিনি আরও বলেন, পুলিশ আমাদের সমাজের সুরক্ষা দেয়| কিন্তু তাদের কাজের চাপ অনেক বেশি থাকায় এবার সুরক্ষাকর্মীদের এই আওয়াতায় আনার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে| নতুন এই কেন্দ্রীয় শ্রম আইন চালু করার জন্য তিনি প্রত্যেক রাজ্যের বেসরকারি সিকিউরিটি গার্ড এজেনিসগুলোকে আর্জি জানান| এরফলে আগামী দুবছরে প্রায় এককোটি যুবকের কর্মসংস্থান হবে বলে তিনি মনে করেন|
ফিক্কির সুরক্ষা উদ্যোগ সমিতির সহসভাপতি তথা এসআইএস-র সিইও ঋতুরাজ সিনহা বলেন, সুরক্ষাকর্মীদের দক্ষ শ্রমিকের মর‌্যাদা দেওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে আগেও আর্জি জানানো হয়েছিল| এই কাজের মধ্যে দিয়ে দেশের প্রায় ৫০ লক্ষ লোক কর্মসংস্থান পেয়েছেন| সুরক্ষাকর্মীরা শুধু সুরক্ষার ক্ষেত্রে নয়, দেশে স্মার্ট সিটি, মেক ইন ইন্ডিয়া ইত্যাদি প্রকল্পেও এই সুরক্ষাকর্মীদের প্রয়োজনীয়তা রয়েছে| তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ চালু হলে দেশের সর্বত্র সুরক্ষাকর্মীদের সমান বেতন হবেবলে তিনি আশা প্রকাশ করেন|