নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ আজ দুপুরে শান্তিনিকেতন থেকে ফেরা পথে রাজ্যপাল তথাগত রায়-এর গাড়ী
দুর্ঘটনায় পড়ে৷ এই দুর্ঘটনায় সস্ত্রীক রাজ্যপাল নিরাপদেই রয়েছেন৷ তাঁদের কোন আঘাত লাগেনি৷ যদিও দুর্ঘটনায় রাজ্যপাল যে গাড়ীতে ছিলেন তা ক্ষতিগ্রস্ত হয়৷ উল্লেখ্য, বিশ্বভারতীয় বিশ্ব- বিদ্যালয়ের উপাচার্যের আমন্ত্রণে রাজ্যপাল তথাগত র ায় ১৩-১৪ সেপ্ঢেম্বর রাজভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শান্তিনিকেতন যান৷ আজ সেখান থেকে কলকাতায় ফেরার পথে দুপুর ১২টা নাগাদ বীরভূমের ইলামবাজারে রাজ্যপালের কনভয়ের মধ্যে একটি ট্রাকটার ঢুকে রাজ্যপাল যে গাড়ীতে ছিলেন তার পেছন দিকে যে সিটে রাজ্যপাল বসেন সে দিকে ধাক্কা দেয়৷ দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে৷
2016-09-15

