গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর, (হি.স.) : সেনোরিটা মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ২০১৬ খেতাব জয় করে অসম তথা উইত্তর-
পূর্বাঞ্চলের নাম উজ্জ্বল করেছেন রেবতী ছেত্রী। অসমের অন্যতম পাহাড়ি জেলা হাফলঙের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা বাবুরাম ছেত্রী ও বীণা ছেত্রীর কন্যা ২৩ বছরের রেবতী সম্প্রতি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত নোভাল হোটেলে ১৬ জন প্রতিদ্বন্দ্বীদের নিয়ে আয়োজিত হয় সেনোরিটা মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ২০১৬ প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম সংস্করণেই বিজয়ীর খেতাব লাভ করেন তিনি। আগামী মাসে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় মিস ইন্টারন্যাশনাল ২০১৬ প্রতিযোগিতায়া অংশগ্রহণ করবেন ছেত্রী।
হাফলঙে সেইন্ট অ্যাগনেস কনভেন্ট হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করে ভরতি হন লামডিং কলেজে। লামডিং কলেজ থেকে বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০১৫ সালে ফেমিনা মিস ইন্ডিয়ার ফাইনালে শীর্ষ দশম স্থান অধিকারিণী রেবতী ছেত্রী মিস ইন্ডিয়া মিস পপুলার, মিস মাল্টি মিডিয়া খেতাব লাভ করার পাশাপাশি চীনের বেইজিঙে অনুষ্ঠিত ওয়ার্লড মিস ইউনিভার্সিটি ২০১৬ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি অন্যতম প্রতিনিধি হিসেবে যোগদান করে এই খেতাব জয় করেন।
অভিনেত্রী হিসাবে রূপক গগৈ পরিচালিত, সঞ্জীব নারায়ণ এবং কেনি লিংডো তালাঙের যুগ্ম-প্রযোজিত নির্মিত হিন্দি চলচ্চিত্র ‘গ্যাংস অব নর্থ-ইস্ট’-এ অভিনয় করেছেন।
গত রবিবার পুনেতে ‘সেনোরিটা মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ২০১৬’ আন্তর্জাতিক স্তরের খেতাব লাভ করার পর সাংবাদিকদের কাছে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে এর পেছনে বন্ধু এবং সমর্থকদের উৎসাহ, সমর্থন, আশীর্বাদকেই মূল পাথেয় বলে ব্যাখ্যা করেছেন এবং এজন্য তাঁদের সকলকে ধন্যবাদ জানান রেবতী।
জাতীয় স্তরে সুন্দরী প্রতিযোগিতায় রাজ্যের নাম উজ্জ্বল করায় রেবতীকে অভিনন্দ জানিয়েছে সারা অসম গোর্খালি মহিলা সমিতি, বৃহত্তর গুয়াহাটি গোর্খালি মহিলা সমিতি, আগসু-র গুয়াহাটি মহানগর সমিতি, আগসু এবং ভারতীয় গোর্খা পরিসংঘ, ডিমা হাসাও জেলা কমিটি, জিএসিডি-সহ বেশ কয়েকটি বেসরকারি সংগঠন।
2016-09-15
