BRAKING NEWS

তেরটি কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে বামপন্থী ছাত্র সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে ২২টি কলেজের মধ্যে৷ তেরটিতেই বিনা SFI TRIPURAপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল এসএফআই এবং টিএসইউ এর প্রার্থীরা৷ ২২টি কলেজের মধ্যে গন্ডাছড়া কলেজ বাদ দিলে ছাত্র সংসদের মোট ৮২টি অফিস বিয়ারার পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এসএফআই এবং টিএসইউর সাথে তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের৷ ২০ সেপ্ঢেম্বর অনুষ্ঠিত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন৷
সর্বশেষ খবর অনুযায়ী ২২টি কলেজেই মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ হয়েছে সোমবার৷ উচ্চ শিক্ষা দপ্তর সূত্রে খবর ২২টি কলেজের মধ্যে ১৩টিতেই জয়ী হতে চলেছে এসএফআই এবং টিএসইউ প্রার্থীরা৷ তবে এখনো সরকারী ভাবে ঘোষণা হয়নি৷ দপ্তর সূত্রে খবর ঐ সমস্ত কেলজগুলিতে এসএফআই এবং টিএসইউ ছাড়া কোন ছাত্র সংগঠনের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়নি৷ তবে রাজধানীর মূল লড়াই হচ্ছে মহারাজা বীর বিক্রম কলেজে৷ সোমবার মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে ১৮টি অফিস বিয়ারারের মধ্যে ৯টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এসএফআই এবং টিএসইউ প্রার্থীরা৷ ৯টি আসনে লড়াই হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের আড়ালে নির্দল প্রার্থীদের সঙ্গে৷ এদিকে আগামীকাল বুধবার ক্লাস রিপ্রেজেন্টেটিভ তথা সিআর প্রতিদ্বন্দ্বিদের মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা করা হবে৷
শহরের অন্যতম বীর বিক্রম মেমোরিয়াল কলেজে ১১টি অফিস বিয়ারার পদের এবং ২টি সিআর প্রতিনিধির আসনে হবে লড়াই৷ এও নির্দল প্রার্থীদের সাথে৷ অন্যদিকে রামঠাকুর কলেজে ৫১টি আসনের মধ্যে ৪০টি আসনে আগেই জয়ী হয়েছে এসএফআই এবং টিএসইউ প্রার্থীরা৷ তবে ১১টি অফিস বিয়ারার পদে হবে মূল লড়াই৷
উদয়পুরের নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের মোট ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে৷ সেখানেও তৃণমূল ছাত্র পরিষদের আড়ালে লড়াই করছে নির্দল প্রার্থীরা৷ এদিকে, তেলিয়ামুড়া কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তিনটি অফিস বিয়ারর পদে মনোনয়ন জমা দিলেও তা পরীক্ষা নিরীক্ষায় বাতিল হয়ে যায়৷ ধর্মনগর কলেজে ১৩টি আসনে লড়াই হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে৷ ফটিকরায় কলেজে ৬টি আসনে লড়াই হবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে৷ তবে কৈলাসহর রামকৃষ্ণ কলেজে ১৯টি আসনে লড়াই হচ্ছে৷ এখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এসএফআই এবং টিএসইউর প্রার্থীদের৷
এদিকে কাঞ্চনপুর সরকারী কলেজে ১৪টি অফিস বিয়ারার পদে লড়াই হচ্ছে৷ এসএফআই এবং টিএসইউর সঙ্গে লড়াউ হবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের৷ বুধবার প্রতিটি কলেজে ক্লাস রিপ্রেজেন্টেটিভ তথা সিআরদের মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা করা হবে৷ সন্ধ্যার মধ্যে স্পষ্ট হয়ে যাবে ২২টি কলেজের কতটি আসনে লড়াই হবে৷
২০ সেপ্ঢেম্বর নির্বাচনকে কেন্দ্র করে এখন উভয় ছাত্র সংগঠনই প্রচারে নেমে পড়েছে৷ তবে, কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এবছর একটি আসনেও প্রার্থী দিতে পারেনি৷ তবে কি এনএসইউআই তৃণমূল ছাত্র পরিষদ এবং ডিএসও-কে পেছনে ফেলে সেখানে এগিয়ে আসবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ তা বোঝা যাবে ২০ সেপ্ঢেম্বর নির্বাচনের পরই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *