BRAKING NEWS

কাবেরী জলবণ্টন ইসু্যতে তপ্ত কর্ণাটক, বেঙ্গালুরুতে জারি কারফিউ

বেঙ্গালুরু, ১৩ সেপ্টেম্বর (হি.স.): কাবেরী জলবণ্টন ইসু্যতে মঙ্গলবারও তপ্ত কর্ণাটক| সোমবারের হিংস্র প্রতিবাদ-বিক্ষোভের 43জেরে মঙ্গলবার বেঙ্গালুরুর ১৬ টি থানা অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে| যে যে অঞ্চলে এদিন কারফিউ জারি করা হয়েছে তা হল রাজগোপালনগর, কামাক্ষীপালিয়া, বিজয়নগর, ব্যাতারায়ণপুরা কেঙ্গারি, মাগাদি রোড, রাজাজিনগর, আর আত্ নগর, কেপি অগ্রহারা চন্দ্র লে আউট, যশবন্তপুর, মহালক্ষ্মী লে াউট, পিনিয়া, আর এমসি ইয়ার্ড, নন্দিনী লে আউট এবং জনভারতকী|
বেঙ্গালুরুতে এদিন মোতায়েন রাখা হয়েছে ১৫ হাজার পুলিশ| রয়েছে সিআরপিএফ, সিআইএসএফ এবং আরপি জওয়ানরা| সোমবার রাজগোপালনগরে পুলিশের গুলিতে মৃতু্য হয় এক বিক্ষোভকারীর| তাই, গুজব বো কোনও প্ররোচনায় যাতে কেউ কান না দেয় তার আর্জি জানিয়েছে পুলিশ| এদিকে, বেঙ্গালুরুতে তামিল টিভি চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ করা হয়েছে| বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে হায়দরাবাদেও| অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টিভি চ্যানেলগুলির অনুষ্ঠান সম্প্রচারে বিধি নিষেধ আরোপ করেছে হায়দরাবাদ পুলিশ| আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন কোনও অনুষ্ঠান দেখাতে পারবে না কেবল অপারেটররা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *