ত্রিপুরেশ্বরী মায়ের গলায় টাকার মালা দিলেন দীপা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ সেপ্ঢেম্বর৷৷ রবিবার সপরিবারে উদয়পুরে মা ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিলেন দীপা কর্মকার৷ photo1পুজা শেষে দীপার উদয়পুর সফর ঘিরে সাধারণ মানুষের মধ্য উচ্ছাস চরমে ছিল৷
রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার বর্তমানে তারকা৷ এর মধ্যেই রবিবার সপরিবারে উদয়পুরে গিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিলেন অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার৷ উদয়পুর পৌঁছতেই দীপার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়৷ মন্দিরে পৌঁছে প্রথমে ভি আই পি কক্ষে বিশ্রাম করেন৷ এরপর কুড়িটি পাঁচশ টাকার নোটের মালা পড়িয়ে মা ত্রিপুরেশ্বরীকে জোড়া ভোগ দিয়ে পূজা দেন সোনার মেয়ে৷ সেখানে শেষে শিব মন্দিরেও এদিন ভক্তি শ্রদ্ধাভরে পূজা দেন তিনি৷ পূজা শেষ করে ভি আই পি কক্ষে সাময়িক বিশ্রাম করেন ভারত রো এই মহিলা জিমন্যাস্ট৷ আর মায়ের কাছে কি চাইলেন সেই বিষয়টি জানতে চাইলে তিনি জানান বিষয়টি গোপনই থাকবে বললেন৷
ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা সেরে সাময়িক বিশ্রামের পর দীপা কর্মকার সোজা চলে যান তাঁর মামার বড়িতে৷ আর এদিন মামার বাড়িতেই সরিবারে মধ্যাহ্ণ ভোজন করলেন দীপা৷ সর্বোপরি এদিন দীপার পূজা দেওয়াকে কেন্দ্র করে কার্যতঃ মন্দির নগরির একাংশ সাধারণ আলাদা উচ্ছাসে মাতল৷
প্রসঙ্গত, দীপা কর্মকারকে বিভিন্ন দল, সংগঠন, ও একাধিক ব্যাঙ্কের তরফে নানা ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে৷