BRAKING NEWS

২১ মাস পর জেল থেকে মুক্ত মদন মিত্র, আপাতত ঠঁাই এলগিন রোডের হোটেলে

কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.): জেলবন্দী হয়েছিলেন ২০১৪ সালের ডিসেম্বর মাসে| মাঝে কেটে গিয়েছে দীর্ঘ ২১ মাস| madan mitraশুক্রবারই সারদা মামলায় ৩০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং চারটি শর্তের ভিত্তিতে আলিপুর জেলা দায়রা আদালত মদন মিত্রের জামিন মঞ্জুর করে| তারপর শনিবার সকালে, দীর্ঘ ২১ মাস জেলবন্দী থাকার পর `ছুটি’ পেলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র| আপাতত পরিবার আর দুর্গাপুজো নিয়েই থাকতে চান তিনি| জেল থেকে বেরিয়ে সারদাকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী অবশ্য বলেছেন, `আমি এখন ক্লান্ত| আগামী কয়েকটা দিন বিশ্রামের প্রয়োজন| সিবিআই যা বলবে তাই মানব| আদালতের রায় থেকে এক ইঞ্চিও সরব না| ২০ মাস বাদে জেল থেকে বেরিয়ে কলকাতাকে সম্পূর্ণ নতুন লাগছে| এখন শুধু বাড়ি আর দুর্গাপুজো|’
আগামী ২৩ নভেম্বর সারদা মামলার পরবর্তী শুনানি হবে| ততদিন জামিনে মুক্ত মদন| শনিবার সকাল ৬.৪৩ মিনিট নাগাদ আলিপুর জেল থেকে ছাড়া পান মদন মিত্র| তঁাকে নিতে সকালেই জেলে হাজির হন পরিবারের সদস্য ও অনুগামীরা| তবে ঠিকানা নিয়ে গোলমালের জেরে এখনই বাড়ি ফেরা হচ্ছে না প্রাক্তন মন্ত্রীর| মদন মিত্রের জামিনের নির্দেশে আদালতের অন্যতম শর্ত ছিল, তিনি ভবানীপুর থানা এলাকার বাইরে যেতে পারবেন না| কিন্তু মদন মিত্রের বাড়ি কালীঘাট থানা এলাকায়| তাই সকাল ৬.৪৩ মিনিট নাগাদ জেল থেকে বেরিয়েই সরাসরি ভবানীপুর থানা এলাকার এলগিন রোডের একটি হোটেলে উঠেছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী| হোটেলের ৫০২ নম্বর ঘরে থাকছেন তিনি| তাঁর আইনজীবীরা আদালতে আবেদন জানিয়ে নির্দেশনামায় পরিবর্তন করে ভবানীপুর থানার বদলে কালীঘাট থানার নাম উল্লেখ করতে বলবেন|
জেল থেকে ছাড়া পেয়েই দলনেত্রীকে প্রশংশায় ভরিয়ে দিয়েছেন মদন মিত্র| মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে মদন মিত্র বলেছেন, `মুখ্যমন্ত্রী বাংলার ১১ কোটি মানুষের নয়নমণি| মমতা যখন ডাকবেন, তখনই যাব|’ জেল থেকে বেরিয়ে মদন আরও বলেছেন, রাজনৈতিক পরিচয় পূর্ব স্মৃতির মতো হারিয়েছি| তবে রাজনীতি অবশ্যই করব| মদন আরও দাবি করেছেন, দল তাঁর পাশেই আছে|
\ামিনে ছাড়া পেলেও মদন মিত্রের জামিনের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সিবিআই| ২০১৩ সালের এপ্রিল মাসে কয়েক হাজার কোটি টাকার সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসে| এই কেলেঙ্কারিতে তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতা-মন্ত্রীর নাম জড়িয়ে যায়| ২০১৪ সালের মে মাসে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়| সারদা সংস্থার কাছ থেকে দফায় দফায় টাকা ও অন্যান্য সুবিধা নেওয়ার অভিযোগে ২০১৪ সালের ডিসেম্বর মাসে সিবিআই গ্রেফতার করে মদন মিত্রকে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *