মোদীর পাক সফরের আগে কাশ্মীর নিয়ে ভারতকে ফের শাসানি পাকিস্তানের

ইসলামাবাদ, ৭ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাক সফরে যাওয়ার আগে কাশ্মীর নিয়ে ভারতকে ফের শাসানি pakistanflagদিল পাকিস্তান| ৱুধবার পাক সেনা প্রধান রাহিল শরিফ বলেন, কাশ্মীরকে পাকিস্তানের প্রধান অংশ হিসাবে ব্যখ্যা দেন| কাশ্মীর উপত্যকার মানুষের লড়াইকে ইসলামাবাদ কূটনৈতিক ও নৈতিকভাবে সমর্থনও করে যাবে জানান তিনি|
রাওয়ালপিন্ডিতে পাক প্রতিরক্ষা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কাশ্মীরের মানুষের অধিকারের এই লড়াই ও ত্যাগকে সাধুবাদ জানান রাহিল শরিফ| পাকিস্তান তাদের এই লড়াইকে সমর্থনও করে যাবে বলে তিনি সাফ জানিয়েছেন| তাঁর দাবি অনুযায়ী বর্তমানে পাকিস্তানের সেনা শক্তি অপরাজেয়| তিনি আরও বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষমতা পূর্বেও শক্তিশালী ছিল| কিন্তু বর্তমানে তাঁদেরকে হারানো অসম্ভব| তাঁর মতে, পাক সেনা শত্রুপক্ষের সমস্তরকম ষড়যন্ত্র সম্পর্কে যথেষ্ট অবগত রয়েছে| সেনা প্রধান আরও বলেন, সামরিক বা কূটনৈতিক সীমান্তে বা দেশের মধ্যে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত পাকিস্তান| দেশের মিত্র বা বন্ধু কারা, তাও পাকিস্তানের জানা রয়েছে|