অলিম্পিকের রেশ ধরেই এবার রিও-তেই শুরু হেচ্ছ পঞ্চদশ সামার প্যারালিম্পিক

রিও ডি জেনেইরো, ৭সেপ্টেম্বর(হি.স.) : অলিম্পিকের মহাযেজ্ঞর সেই রেশ ধরেই এবার শুরু হতে চলেছে পঞ্চদশ সামার paralympics_logoপ্যারালিম্পিক গেমসের আসর| আজ ৱুধবারই এর উদ্বোধন হচ্ছে রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে| এবারের প্যারালিম্পিকে ২২টি খেলায় অংশ গ্রহণ করছে ১৬২টি দেশ| যা চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর‌্যন্ত| এবারের প্যারালিম্পিকে ভারত থেকে অংশ গ্রহণ করছেন মোট ১৯জন অ্যাথলিট| এদের মধ্যে ১৬ জন পুরুষ রয়েছেন এবং তিনজন মহিলা রয়েছেন|
প্যারালিম্পিকে ভারতীয় প্রতিযোগীরা হলেন– পূজা (মহিলা তিরন্দাজি), অঙ্কুর ধামা (পুরুষ অ্যাথলেটিক্স ট্র‌্যাক ইভেন্ট), এছাড়া ফিল্ড ইভেন্টে অংশগ্রহণ করছেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু, (হাইজাম্প) শরদ কুমার (হাইজাম্প), বরুণ সিং ভাটি (হাইজাম্প), রাম পাল, দেবেন্দ্র ঝাঝরিয়া (জ্যাভলিন থ্রো), সুন্দর সিং গুর্জর (জ্যাভলিন থ্রো), রিঙ্কু (জ্যাভলিন থ্রো), রনবীর নরেন্দ্র (জ্যাভলিন থ্রো), সন্দীপ (জ্যাভলিন থ্রো), বীরেন্দ্র ঢঙ্কার (জ্যাভলিন থ্রো) ও (শটপাট), অমিত কুমার (ক্লাব থ্রো) ও (ডিসকাস থ্রো), ধরমবীর (ক্লাব থ্রো), দীপা মালিক (শটপাট), করমজ্যোতি দালাল (ডিসকাস থ্রো)| এছাড়া রয়েছেন ফরমান বাসা (পাওয়ার লিফটিং ৪৯ কেজি), নরেশ শর্মা (শুটিং), সুয়াশ নারায়ণ (সাঁতার)| এতদিন পি ভি সিন্ধু, সাক্ষী মালিক কিংবা দীপা কর্মকারকে মাতামাতির পর এবার অঙ্কুর ধামা কিংবা দীপা মালিকের জন্য গলা ফাটাতে প্রস্তুত হওয়া|
প্রসঙ্গত, অলিম্পিকের একেবারে গোড়ার দিকে এই বিশেষ প্রতিযোগিতার কোনও অস্তিত্বই ছিল না| কিন্তু, দিন যত এগোতে লাগল সাধারণ ক্ষমতাসম্পন্ন মানুষের মধ্যে যেমন অলিম্পকের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছিল, তেমনই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মধ্যেও এই প্রতিযোগিতা আকর্ষণ সৃষ্টি করেছিন| ১৯০৪ সালে জার্মান-অ্যামেরিকান জিমন্যাস্ট জর্জ ইজ়ার নিজের কৃত্রিম পা নিয়ে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেন| ১৯৪৮ এবং ১৯৫২ সালে একটা হাত না থাকা সত্বেও অলিম্পিকের আসরে শুটিং বিভাগে অংশগ্রহণ করেন হাঙ্গেরির ক্যারোলি টাকাকস| এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ১৯৬০ সালে প্রথম রোমের ইট্যালিতে প্যারালিম্পিকের আসর আয়োজন করা হয়|দেখতে দেখতে পঞ্চদশ আসরে পা দিল প্যারালিম্পিক গেমস|