পিয়ং ইয়ং, ৫ সেপ্টেম্বর (হি.স.) : উক্ষেপণ পরীক্ষা সারার পর এবার জাপান সাগরের উদ্দেশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
করল উত্তর কোরিয়া | সোমবার সকালে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া| নর্থ হাওয়াঙ্গে প্রদেশের কোনও এক জায়গা থেকে জাপান সাগরের উদ্দেশ্যে এই নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার যুগ্ম চিফ অব স্টাফ| মাত্র দু সপ্তাহ আগে ডুবোজাহাজ থেকে ব্যালেস্টিক মিশাইল উক্ষেপণ পরীক্ষা সেরেছিল উত্তর কোরিয়া| ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশে প্রবেশ করে
2016-09-06

