BRAKING NEWS

গাড়িশিল্পে বিনিয়োগে আগ্রহী বিএমডাব্লু : অমিত মিত্র

মিউনিখ, ৬ সেপ্টেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গে গাড়িশিল্পে বিনিয়োগে আগ্রহী বিএমডাব্লু | অমিত মিত্র ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের amit-mitra-lনেতৃত্বে রাজ্যের প্রতিনিধিদের সেই ইঙ্গিতই দিলেন বিশ্বসেরা গাড়ি প্রস্তুতকারক সংস্থার কর্তারা| রাজ্যের সঙ্গে তিন ঘণ্টা বৈঠক ইতিবাচক বলেই দাবি অর্থমন্ত্রীর|
ভারতের মতো দেশের কথা ভেবে বিকল্প শক্তির ইলেকট্রিক গাড়ি ও বাইকের প্রেজেন্টেশন মঙ্গলবার রাজ্যের প্রতিনিধিদের সামনে দেন বিএমডাব্লু-র কর্তারা| রাজ্যের প্রস্তাব মেনে বিনিয়োগ আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহ দেখিয়ে বিশ্বখ্যাত সংস্থাটি| রাজ্যে গাড়িশিল্পে বিনিয়োগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজর রয়েছে | সেই লক্ষ্যেই ভ্যাটিকান থেকে ভারী শিল্পের উত্কর্ষতার অন্যতম কেন্দ্র মিউনিখে পাড়ি দিয়েছেন তিনি | মঙ্গলবার বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাণ সংস্থা বিএমডাব্লু-র কর্তাদের সামনে অমিত মিত্র তুলে ধরলেন মুখ্যমন্ত্রীর ব্র‌্যান্ড বেঙ্গল|
রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে মোট তিন ঘণ্টা বৈঠক করে বিশ্বখ্যাত সংস্থাটি| বিএমডাব্লু-র বোর্ড রুমে সংস্থার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান ও এশিয়ার প্রধানের সঙ্গে বৈঠক করেন অমিত মিত্রের নেতৃত্বে রাজ্যের প্রতিনিধি দলের সদস্যরা| তাঁর দাবি, এদেশের জন্য উপযুক্ত বিকল্প শক্তির গাড়ি ও বাইক নির্মাণে আগ্রহ দেখিয়েছে সংস্থাটি|
অর্থমন্ত্রী অমিত মিত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রােজ্য বিএমডাব্লু-এর জন্য দরজা খোলা| রাজ্যের উন্নয়ন দেখে খুশি ওঁরা | আশা করি, রাজ্যে বিনিয়োগ নিয়ে ওঁরা ভাববেন | ইলেকট্রিক গাড়ি, বাইক প্রকল্পে ওঁরা আগ্রহী | একইসঙ্গে উচ্ছ্বসিত শিল্পমন্ত্রী জানান, ৩ ঘণ্টা কথা হয়েছে বিএমডাব্লু কর্তৃপক্ষের সঙ্গে | এই প্রথম কোনও রাজ্যের সঙ্গে কথা বলল বিএমডাব্লু| বৈঠকে ৫-৬টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং ওঁরা ৩টি প্রেজেন্টেশনও দিয়েছেন | বৈঠকে এরাজ্যের নানা সম্ভাবনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী| জার্মানি থেকে এরাজ্যে বিনিযোগ সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত অর্থমন্ত্রী অমিত মিত্র| দুপক্ষই বিনিয়োগ আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে আগ্রহ দেখিয়েছে| লক্ষ্য পূর্ণ হলে তা রাজ্যের মুকুটে নতুন পালক হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *