এই প্রথম, রাজধানীর বাইরে মাজুলিতে ক্যাবিনেট বৈঠক ৮ই, সর্বানন্দ সরকারের সিদ্ধান্ত

গুয়াহাটি, ০৬ সেপ্টেম্বর, (হি.স.) : অসমে প্রথমবারের মতো আগামী ৮ সেপ্টেম্বর রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত Assam Chief Ministerহচ্ছে রাজধানী দিশপুরের বদলে মাজুলিতে। ৮ সেপ্টেম্বর, যেদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক, সেদিনই ব্রহ্মপুত্র ঘেরা, বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলিকে মহকুমা থেকে জেলা হিসেবেও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এদিন সকাল নয়টা থেকে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকটি হবে মহকুমাশাসকের কার্যালয়-সভাগৃহে। তার পরই সকাল ১০.৩০ মিনিটে মাজুলির নতুন জেলাশাসকের কার্যালয় উদ্বোধন করবে মুখ্যমন্ত্রী। এর পর বেলা ২.২০ মিনিটে স্থানীয় দিয়াডুবিতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য পেশ করবেন তিনি।
এখানে উল্লেখ করা যেতে পারে, মাজুলি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের নির্বাচনী কেন্দ্র। মাজুলিকে জেলায় উন্নীত করার খবরে মহকুমারর বিভিন্ন প্রান্ত মেতে উঠেছে আনন্দ ও উচ্ছ্বাসে। নাচে-গানে মাতোয়ারা মাজুলি। ইতিমধ্যে মাজুলিতে নতুন জেলাশাসক হিসেবে আইএএস আধিকারিক পল্লবগোপাল ঝাকে নিয়োগ করেছে রাজ্য সরকার।