নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ সেপ্ঢেম্বর৷৷ পশ্চিমবঙ্গে সিঙ্গুরের জমি অধিগ্রহন মামলায় তৃণমূল কংগ্রেসের জয়লাভ হয়৷ ১০
বছর পর এই রায় ঘোষণা হবার পর থেকেই সিঙ্গুরের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল করে৷ একই কারনে ধর্মনগরে ও উত্তর জেলা তৃণমূল কংগ্রেসের উৎসবে ধর্মনগর শাহরে মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে বিজয় মিছিল করে৷ উত্তর জেলা কমিটির চেয়্যারম্যান আব্দুল বাচিত খান, বিধায়ক বিশ্ববন্ধু সেন সহ অন্যান্য নেতৃবর্গ উপস্থিত ছিলেন৷ এদিকে, আগামীকাল রাজ্যে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়৷ তিনি উদয়পুরে একটি সভা করবেন৷
2016-09-04

