বেঙ্গালুরু, ২ সেপ্টেম্বর (হি.স.) : প্রেমিকের দু:সাহসিক মোটর সাইকেল স্টান্টে সঙ্গী হয়ে প্রাণ দিতে হল প্রেমিকাকে| মৃত ওই
কিশোরীর নাম সিনি কিরণ(১৭)| পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটর সাইকেল নিয়ে ব্যস্ত রাস্তায় দু:সাহসিক স্টান্ট করতে দেখাচ্ছিল এক যুবক| আর এই কাণ্ডের সাক্ষী হতে পেছনের সিটে বসে থাকে তার কিশোরী প্রেমিকা| বৃহস্পতিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ওল্ড মাদ্রাজ রোডের গোপালন মলের সামনে| মৃত ওই কিশোরীর বাড়ি উলসুরে| স্থানীয় একটি বেসরকারি কলেজে পড়ত বলে জানা গিয়েছে| তবে ওই ঘটনার পর থেকেই পলাতক কিশোরীর ওই পুরুষ সঙ্গী| তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে ইন্দিরা নগর থানার পুলিশ|
মোটর সাইকেলের পিছনের সিট থেকে রাস্তায় ছিটকে পড়ে ওই কিশোরী| উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ির নিচে চাপা পড়ে যায় ওই কিশোরী| এদিকে বান্ধবীকে ওই অবস্থায় ফেলেই বাইক নিয়ে চম্পট দেয় যুবক| স্থানীয়রা রাস্তা থেকে তুলে ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে চিকিত্সরা ঘোষণা করেন|
2016-09-02
