তিরুবনন্তপুরম, ২ সেপ্টেম্বর (হি.স.): শ্রমিক সংগঠনগুলির ডাকা ২৪ ঘন্টার দেশব্যাপী ধর্মঘটের প্রভাব পড়ল কেরলে| ধর্মঘটে
কার্যত স্তব্ধ কেরলের স্বাভাবিক জনজীবন| শুক্রবার সকাল থেকেই কেরলের রাস্তায় দেখা মেলেনি সরকারি যানবাহনের| এদিন সকালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র প্রধান কেন্দ্রীয় গ্যারেজ বন্ধ করে দেন, সিপিআইএম বিধায়ক ভি শিভানকুট্টির নেতৃত্বে ট্রেড ইউনিয়ন শ্রমিকরা|
ধর্মঘটের একই ছবি ধরা পড়েছে কোচিতেও| সেখানেও স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত| রাস্তায় দেখা মেলেনি যানবাহনের|
2016-09-02

