নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ অগ্ণিদগ্দ হয়ে মৃত্যুশয্যায় এক নাবালিকা৷ ঘটনা উদয়পুরের রাজনগর এলাকায়৷
অগ্ণিদগ্দা নাবালিকার নাম রিমা দাস(১৪)৷ বাড়ি কমলপুর মহকুমায় হলেও সে ছোট থেকেই উদয়পুরের রাজনগর এলাকায় মামার বাড়িতে থেকেই পড়াশুনা করে৷ বর্তমানে রিমা রাজনদর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী৷ আত্মহত্যার চেষ্টা নাকি, আত্মহত্যায় প্ররোচনা তদন্তে মহিলা থানার পুলিশ৷ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ এই ঘটনার ব্যাপারে অগ্ণিদগ্দা নাবালিকার দিদা সন্ধ্যা ভৌমিক জানান, রিমা ছোটবেলা থেকেই উনার বাড়িতে থেকে পড়াশুনা করছেন৷ শান্ত প্রকৃতির মেয়ে রিমা৷ রিমার এখন পরীক্ষা চলছে৷ বৃহস্পতিবার পরীক্ষা না থাকায় বাড়িতেই ছিল৷ বাড়িতে তখন অন্য কেউ ছিল না৷ সবার অলক্ষ্যে রিমা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে তা তিনি কিছুই বলতে পারছে না৷ কেননা৷ পরিবারে রিমাকে নিয়ে কোন ঝামেলাই নেই৷ এদিকে প্রতিবেশীরা ঘরে আগুন দেখতে পেয়ে দমকলে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা টেপানিয়া গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেকে জিবিতে রেফার করে দেয় রিমাকে৷ ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়েন রিমার দিদা৷
2016-09-02

