কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.) : আদালতের নির্দেশ মেনে শুক্রবার থেকেই সিঙ্গুরে জমি ফেরানোর কাজ শুরু করতে চলেছে
রাজ্য সরকার| যদিও কীভাবে কৃষকদের জমি ফেরত দেওয়া হবে, সে বিষয়ে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, শুক্রবার থেকেই জমি জরিপের কাজ শুরু হবে| আগামী দুসপ্তাহের মধ্যেই এই কাজ শেষ করা হবে|
সিঙ্গুরে সব কৃষক তাঁদের জমি ফিরে পাবেন| আদালতের নির্দেশ অনুযায়ী যাঁরা জমির বদলে ক্ষতিপূরণ নিয়েছিলেন, তাঁরাও তাঁদের জমি ফেরত পাবেন| ক্ষতিপূরণের অর্থ ফেরত দিতে হবে না| যাঁরা ক্ষতিপূরণ নেননি তাঁরা জমি ও ক্ষতিপূরণ দুটোই পাবেন| ট্রেজারি থেকে তাঁদের টাকা দেওয়া হবে| যাঁর যেখানে জমি ছিল, সেখানেই জমি ফেরত পাবেন আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জমি ফেরত দেওয়া হবে| এদিন এবিষয়ে সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে|
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, চাষের অযোগ্য যে সকল জমি রয়েছে, সেগুলিকে চাষের যোগ্য করে দেওয়ার দায়িত্ব সরকারের| চার সপ্তাহের মধ্যে জমি ফেরতের প্রক্রিয়া শেষ করা হবে| কলকাতা থেকে শুরু করে সারা রাজ্যে সিঙ্গুর উত্সব পালন করার আর্জিও জানান মুখ্যমন্ত্রী|
উল্লেখ্য, বুধবার সিঙ্গুরবাসীর নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে| আর এদিন তারা নবান্নের এই বৈঠকের দিকে তাকিয়ে| সর্বোচ্চ আদালত সিঙ্গুরে জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণার পরে গতকালই বিজয় উত্সব পালনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শুক্রবার রাজ্যের সমস্ত ব্লকে পালন করা হবে সিঙ্গুর উত্সব| পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা নন্দীগ্রামের মতো সিঙ্গুরেও তৈরি হবে শহিদ মিনার|
2016-09-02

