অবশেষে জাতীয় দলের স্বীকৃতি পেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.) : অবশেষে জাতীয় দলের স্বীকৃতি পেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস| নির্বাচন কমিশন সূত্রে খবর, tmcজাতীয় নির্বাচন কমিশনের নতুন শর্ত মেনে দেশের চারটি রাজ্যে রাজ্য দলের মর‌্যাদা ছিনিয়ে নিয়েছে তৃণমূল| এরাজ্য ছাড়াও অরুণাচলপ্রদেশ, মণিপুর এবং ত্রিপুরায় রাজনৈতিক দল হিসাবে তৃণমূল নথিভুক্ত| উত্তর-পূর্বের ওই তিন রাজ্যের মধ্যে অরুণাচলপ্রদেশ ছাড়া বাকি দুরাজ্য এমএলএ রয়েছে তৃণমূলের|
জাতীয় দলের মর‌্যাদা পাওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের একাধিক নিয়ম রয়েছে| তার অন্যতম হল কমপক্ষে চার অথবা ততোধিক রাজ্যে রাজনৈতিক দলের স্বীকৃতি থাকতে হবে| পাশাপাশি প্রতিটি রাজ্য বিধানসভায় সংশ্লিষ্ট দলের প্রতিনিধিত্ব কিংবা ছয় শতাংশ বৈধ ভোট পাওয়া বাধ্যতামূলক| এরসঙ্গে এই চার রাজ্যে অন্তত চারটি আসন পেতে হবে| এরাজ্য ছাড়া মণিপুরে চারজন ও ত্রিপুরায় দল বদলের ফলে ছজন বিধায়ক রয়েছে তৃণমূলের|