২৩/৮ আগরতলা সংঘর্ষ নিয়ে সিপিএমের বিরুদ্ধে তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে ঃ বিজন ধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ ২৩ আগস্ট আগরতলা শহরে আইপিএফটির মিছিল ও সভাকে কেন্দ্র করে CPIMহিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক চাপানোউতর তুঙ্গে উঠেছে৷ এই ঘটনার দায় এক পক্ষ অপর পক্ষের উপর চাপিয়ে দিয়ে নিজেদের দায়িত্ব অস্বীকার করার চেষ্টা করে চলেছে৷ ঐদিনের ঘটনায় বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছিলেন৷ কয়েকটি যানবাহনও পুড়িয়ে দেওয়া হয়েছিল৷ রাজধানী আগরতলা শহরে এধরনের উন্মত্ততা রাজধানীবাসী প্রত্যক্ষ করে রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন৷ তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছিলেন৷ ২৩ আগস্টের ঘটনা সিপিএমের পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র৷ সিপিআইএম রাজ্য সম্পাদক তৃণমূলের বিধায়ক সুদীপ রায় বর্মণের এই দাবি খারিজ করে দিয়েছেন৷ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই বিধায়ক সুদীপ রায় বর্মণ এধরনের মন্তব্য করেছেন বলে তিনি অভিযোগ করেন৷ ২৩ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি আলোড়িত হয়ে উঠেছে৷ সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেছেন, তৃণমূলের বিধায়ক সুদীপ রায় বর্মণ যেসব অভিযোগ করেছেন সেগুলো অবাস্তব ও ভিত্তিহীন৷ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আসন্ন নির্বাচনে আইপিএফটির সঙ্গে আঁতাত করতেই এধরনের প্রতিযোগিতায় নেমেছেন বলে বিজনবাবু অভিযোগ করেন৷ তাদের এধরনের দূরভিসন্ধি সম্পর্কে রাজ্যের শান্তিকামী জনগণকে সচেতন থাকারও আহ্বান জানানো হয়েছে৷
গত ২৩ আগস্ট রাজধানী আগরতলা শহরে যে নগ্ণ ঘটনা সংগঠিত হয়েছে তা রাজ্যে জাতি উপজাতি উভয় অংশের জনগণের মধ্যে শান্তি সম্প্রীতি ঐক্য বিনষ্ট করার এক অপপ্রয়াস বলে তিনি উল্লেখ করেন৷ এবিষয়ে রাজ্যের শান্তিকামী জাতি উপজাতি উভয় অংশের জনগণকে সচেতন থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ রাজধানী আগরতলা শহরের শান্তিকামী জনগণ যেভাবে ২৩ আগস্টের ঘটনাকে সামাল দিতে প্রচেষ্টা করেছেন তা শান্তি সম্প্রীতি ও ঐক্যের মেলবন্ধনকে আরো সমৃদ্ধ করবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷ এধরনের কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন সংগঠিত করার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন৷