BRAKING NEWS

দিল্লিতে নিষিদ্ধ দশ বছরের পুরনো ডিজেল গাড়ি নিয়ে রমরমা ব্যবসা নাগাল্যন্ডে

নতুন দিল্লি, ২৯ আগস্ট, (হি.স.) : দেশের রাজধানী দিল্লিতে দশ বছর পুরনো ডিজেল গাড়ি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এ nagalandধরনের পুরনো ডিজেল গাড়িকে নাগাল্যান্ডে নতুন করে রেজিস্ট্রেশন নম্বর সাঁটার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। নাগাল্যান্ডে পঞ্জিয়নভুক্ত এ-ধরনের গাড়িকে নতুন দিল্লিতে তালাশি চালিয়ে এই তথ্য পেয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। নতুন করে রেজিস্ট্রিকৃত গাড়িগুলিতে ইঞ্জিন এবং চেসিস নম্বর মোছে নতুন নম্বর খোদাই করা হয়েছে বলে ধরা পড়েছে তালাশিতে। এবং এ কাজে নাগাল্যান্ডের কতিপয় জেলা পরিবহণ আধিকারিক (ডিটিও)-এর নাম জড়িয়েছে।

সম্প্রতি নতুন দিল্লির সমরপুর, বাদলি এলাকায় একটি লরিতে তালাশি চালিয়ে এই জালিয়াতি ধরেছেন পরিবহণ-কর্মীরা। এ-ঘটনায় লরির চালক সঞ্জয় কুমারকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, দিল্লি-কর্ণাটক রুটলাইনস নামের একটি পরিবহণ কোম্পানির অধীনে চলাচলকারী এমন বেশ কয়েকটি ট্রাকে জালিয়াতি করে নাগাল্যান্ডের রেজিস্ট্রেশন নম্বর সাঁটা হয়েছে।

এ-ব্যাপারে দিল্লি পুলিশের সিআইডি শাখার যুগ্ম-কমিশনার রবীন্দ্র যাদব জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি জানান, কেবল নাগাল্যান্ডই নয়, উত্তর-পূর্বাঞ্চলের আরও কয়েকটি রাজ্যেও দিল্লিতে মেয়াদ উত্তীর্ণ ডিজেল গাড়িতে জালিয়াতি করে নতুন রেজিস্ট্রেশন নম্বর সাঁটার অভিযোগ পাওয়া গেছে। চেসিস, ইঞ্জিন এবং রেজিস্ট্রেশন নম্বর বদলে ওইসব গাড়িকে দেদার চালানো হচ্ছে দিল্লিতে। গত দিন কয়েক আগে সঞ্জয় গান্ধী ট্র্যান্সপোর্ট নগরে পার্কিং করে রাখা নাগাল্যান্ডে রেজিস্ট্রিকৃত দুটি গাড়ি পরীক্ষা করে দেখা গেছে, ওই গাড়িগুলির নির্মাণের সময় ২০০৪-০৫ সালের জায়গায় ২০০৮-০৯ করা হয়েছে। এমন বহু উদাহরণ রয়েছে বলে জানান সিআইডি যুগ্ম-কমিশনার রবীন্দ্র যাদব। উল্লেখ্য, দিল্লিতে মেয়াদ উত্তীর্ণ ডিজেল গাড়িতে নাগাল্যান্ডের নতুন রেজিস্ট্রেশন নম্বর সাঁটতে প্রতি গাড়ির বিনিময়ে ৭০ হাজার টাকা আদায় করে দালালচক্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *