BRAKING NEWS

শান্তি সম্প্রীতি অটুট রাখার জন্য জনগণকে সচেতন করতে সাংবাদিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যে শান্তি সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ববোধ অটুট রাখতে এবং CM MANIKজনসাধারণকে আরো সচেতন করতে সংবাদপত্র ও বৈদ্যুতিন প্রচার মাধ্যমের সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি সংবাদপত্রের সম্পাদকগণকেও তাদের সম্পাদকীয় কলমে এবিষয়ে জনমত গড়ে তুলতে নিজ নিজ মত প্রকাশ করার অনুরোধ জানিয়েছেন৷ আজ আগরতলা প্রেস ক্লাবের ১৩-তম স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার এই অভিমত ব্যক্ত করেন৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ও রাজনৈতিক দল দেশে অসহিষ্ণুতা বজায় রাখার অপপ্রয়াস নিয়েছে৷ পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা রয়েছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন৷ স্বেচ্ছা রক্তদানে প্রেস ক্লাবের এই উদ্যোগকে প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে বর্তমানে ৯৭ থেকে ৯৮ শতাংশ রক্ত স্বেচছায় সংগৃহীত হয়৷ স্বেচ্ছায় চক্ষুদানে খানিকটা পিছিয়ে থাকলেও মরণোত্তর দেহদানে এগিয়ে আছে৷ এখন পর্যন্ত ১৩০০ জনেরও বেশি মানুষ আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে মরণোত্তর দেহদানে অঙ্গীকার করেছেন৷ জমা পড়েছে ৬৫টি মরণোত্তর দেহ৷ শিবিরে ১৩ জন সাংবাদিক স্বেচ্ছায় রক্তদান করেন৷ এর মধ্যে একজন মহিলা স ংবাদিকও রয়েছেন৷ অনুষ্ঠানে শহরের বিশিষ্ট নাগরিক বিভূতি সাহা রায় মুখ্যমন্ত্রীর হাতে মরণোত্তর দেহদান ও চক্ষু দানের অঙ্গীকার পত্র তুলে দেন৷
তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদানে আমরা যাতে পেছনে না পড়ি তা লক্ষ্য রাখতে হবে৷ কেবল একজন সাংবাদিক নয়, তার পরিবার পরিজন এবং আত্মীয়কেও এর সাথে যুক্ত করতে হবে৷ যাতে একজন মুমূর্ষ রোগীও রক্ত থেকে বঞ্চিত না হন৷
প্রধান অতিথির ভাষণে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা বলেন, বিজ্ঞান যতই উন্নত হোক না কেন এখনো কৃত্রিম রক্ত তৈরি করা যায়নি, তাই রক্তের কোন বিকল্প নেই৷ রক্ত দীর্ঘ দিন জমিয়েও রাখা যায় না৷ তিনি বলেন, সমষ্টির জন্যই একজনের রক্তদান৷ একজন না দিলে অন্যজন পাবে না৷ আগরতলা প্রেস ক্লাব স্বেচ্ছা রক্তদানের যে মহতী উদ্যোগ নিয়েছে তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ এছাড়া, বক্তব্য রাখেন আগরতলা প্রেস ক্লাবের কর্মকর্তারা৷ আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগ এবং সোসাইটি অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ত্রিপুরা এর সহযোগিতায় অনুষ্ঠানে বহু সাংবাদিক ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান শুরুর আগে ত্রিপুরা বিধানসভার প্রয়াত সরকারি মুখ্য সচেতক সমীর দেব সরকারের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *