BRAKING NEWS

কাশ্মীরে যেকোন মানুষের মৃতু্য ভারতের ক্ষতি, `মন কি বাত’ অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৮ আগস্ট (হি.স.) : কাশ্মীর প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| রবিবার `মন কি বাত’ এই বিশেষ modiঅনুষ্ঠানে তিনি বললেন, কাশ্মীরে যেকোন মানুষের মৃতু্য ভারতের ক্ষতি| মন কি বাতের ২৩তম পর্বে তিনি জানিয়েছেন, কাশ্মীর প্রসঙ্গে দেশের নেতাদের সঙ্গে বহুবার কথা হয়েছে| এই প্রসঙ্গে দেশের একতা উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন নমো|
তিনি আরও বলেন, অশান্তি ও বিক্ষোভের জন্য আজ যারা তাদের সরল সন্তানদের পাথর ছোঁড়ার জন্য ঠেলে দিচ্ছে, একদিন তাদেরই এর জবাবদিহি করতে হবে| শনিবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জম্মু ও কাশ্মীরে মানুষ নাকি অত্যাচারিত হচ্ছে এই কথা সারা বিশ্বকে জানাতে ২২ জনের সাংসদীয় দল গঠন করেন| সেই প্রসঙ্গেও এদিন কথা বলেন নমো|
গত ৮ জুলাই নিরাপত্তারক্ষীদের গুলিতে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই কাশ্মীর জুড়ে অশান্তির বাতাবরণ তৈরি হয়| টানা ৫১ দিন ধরে কার্ফু লাগু রয়েছে সেখানে| এই প্রসঙ্গে তিনি দেশের সব রাজনৈতিক দলের নেতাদের ধব্যবাদ জানান| তাঁর মতে, দেশের সব দলের নেতা নেত্রীরা দেশের একতা বজায় রাখার বিষয়ে এক সুরেই কথা বলেছেন| এটি বিচ্ছিন্নতাবাদীদের কড়া চ্যালেঞ্জ জানাতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করেন তিনি| .
প্রসঙ্গত, কাশ্মীর নিয়ে বলার আগে মোদি রিও অলিম্পিকে রুপো জয়ী খেলোয়াড় পি ভি সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচাঁদের ভূয়সী প্রশংসা করেন| শুভেচ্ছা জানান ত্রিপুরার জিমন্যাস্ট ও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হওয়া দীপা কর্মকারকেও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *