BRAKING NEWS

সিটুর জলপাইগুড়ি জেলা পঞ্চম জেলা সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র ধরা পড়েছে

জলপাইগুড়ি, ২৮ আগস্ট (হি.স): রাজ্যে তৃণমূলের উত্থানের পর গত ৫ বছরে জলপাইগুড়ি জেলায় সিপিএমের সিটুর এবং সিটু cituনিয়ন্ত্রনাধীন চা বাগান মজদুর ইউনিয়ন (সিবিএমইউ) র সংগঠন ব্যাপক চিড় ধরেছে| শনিবার থেকে রবিবার দুদিনব্যাপী জলপাইগুড়ি জিলা পরিষদ প্রেক্ষাগৃহে সিটুর জলপাইগুড়ি জেলা পঞ্চম জেলা সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র ধরা পড়েছে| চা বলয়ের পাশাপাশি সিটু অনুমোদিত একাধিক অন্য পেশার শ্রমিক ইউনিয়নগুলির গত পঁাচ বছরে অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে| প্রতিবেদনে সাধারণ সম্পাদকের হিসেব থেকেই জানা গিয়েছে, ২০১১ সালে অবিভক্ত জলপাইগুড়ি জেলায় সিটুর নিয়ন্ত্রনাধীন চা বাগান মজদুর ইউনিয়নের সদস্য সংখ্যা ছিল ৩০ হাজার ৬৩৩ জন, ২০১২ সালে সেই সংখ্যা কমে ২৯ হাজার ৮১২ তে দঁাড়ায়, পরের বছরে ২০১৩ সালে একেবারে কমে দঁাড়ায় ২১ হাজার ৫৫৫ জন এবং ২০১৪ সালে আরও কমে দঁাড়ায় ২০ হাজার ৮৫ জন, ২০১৫ সালে জলপাইগুড়ি জেলায় সেই সংখ্যা কমে দঁাড়ায় ২১ হাজার ৩৫০ জন| অর্থ্যাত্ ২০১১ সালের তুলনায় ২০১৫ সালে সিটুর চা বাগান মজদুর ইউনিয়নের সদস্য সংখ্যা কমেছে ৯ হাজার ২৮৩ জন| শুধু চা বলয়ে নয় আরও সদস্য কমেছে জিলা মজদুর ইউনিয়নের সদস্য| জলপাইগুড়ি জিলা সাধারণ সম্পাদক জিয়াউর আলম জানান, এখন শ্রমিক-কর্মচারি স্বার্থ রক্ষা করতে নিজেদের চা বলয় থেকে সর্বত্র মজবুত সংগঠন গড়ার দিকেই বেশী নজর দেওয়ার দিকে জোর দেওয়া হয়েছে| এদিকে চা বলয়ে নিজেদের ৪ টি শ্রমিক ইউনিয়ন ভেঙে নতুন করে চা বাগান তৃণমূল মজদুর ওয়ার্কাস ইউনিয়ন গঠন করা হয়েছে| এই নতুন সংগঠনের অ্যাডহক কমিটির সভাপতি মোহন শর্মা জানিয়েছেন, দীর্ঘ বছর ধরে বামেরা চা বলয় সহ অন্য পেশার শ্রমিক কর্মচারিদের ভুল বুঝিয়ে এসেছে| বামেদের চা শ্রমিক ইউনিয়ন থেকে তারা সকলে তৃণমূল যোগ দিয়েছে| চা শ্রমিকদের উন্নতির স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের টী ডিরেক্টরেট গঠন করেছেন| অতএব বামেদের শ্রমিক ইউনিয়নগুলির ভবিষ্যতে সাইনবোর্ডে পরিনত হবে বলে মোহন শর্মা দাবী করেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *