নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগষ্ট৷৷ ২৩ শে আগষ্ট আগর- তলায় আইপিএফটির মিছিল ও সভাকে কেন্দ্র করে অবাঞ্ছিত ঘটনার জন্য প্রশাসনকেই দায়ী করেছে আম আদমী পার্টি৷ দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে মানিক সরকারকে ইস্তফা দেওয়ার জন্যও দাবী জানিয়েছে আম আদমী পার্টি৷
পশ্চিম জেলার এডিসির একটি আসনে উপনির্বাচন চলাকালে কিভাবে একই জেলায় একটি রাজনৈতিক দলকে মিছিল ও সমাবেশ করার অনুমতি দেওয়া হল সেই প্রশ্ণও তুলছে আম আদমী পার্টির নেতৃবৃন্দ৷ ২৩ আগষ্টের ঘটনাকে তুচ্ছ ঘনা হিসেবে মেনে নেওয়া যায় না৷ প্রশাসনের অবহেলার ফলেই এই ঘটনা সংঘটিত হয়েছে৷ এই ঘটনার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলি ফয়াদা লুটার চেষ্টা করছে৷ ত্রিপুরায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত চলেছে৷ এর শিকার হচ্ছেন পাহাড়ী বাঙালী শান্তিপ্রীয় মানুষ৷ রাজনৈতিক দলগুলির উষ্কামীতে একদম পা দেবন না৷ পাহাড়ী বাঙালীর মধ্যে যে সুন্দর সম্পর্ক, প্রতিবেশী হিসেবে যে সম্পর্ক, ভাই বন্দু হিসেবে যে সম্পর্ক, সহকর্মী হিসেবে যে সম্পর্ক সেই সম্পর্ক সবচেয়ে আগে স্থান দিতে হবে৷ যে শক্ত বন্ধন আমরা গড়ে তুলেছি, রাজনৈতিক দলগুলি যাতে তা নষ্ট করতে না পারে তার জন্য সকলকে সব সময় সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে আম আদমী পার্টির রাজ্য কো অর্ডিনেটর ডঃ সলিল সাহা৷ ২৩ আগষ্টের ঘটনার জন্য শাসক দল এবং কিছু বিরোধী দলও দায়ী বলে তিনি মন্তব্য করেন৷ ঘটনার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে মানিক সরকারের পদত্যাগ করা উচিত বলে আম আদমী পার্টি মনে করে৷ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আম আদমী পার্টির রাজ্য সম্পাদক অশোক কুমার দেবও৷