BRAKING NEWS

তুফানে রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিষেবা লন্ডভন্ড

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা, কৈলাসহর, ২৫ আগষ্ট৷৷ বৃহস্পতিবার রাত ৭টা৩০ মিনিটে প্রচন্ড গতিতে ঝড়ের তান্ডব ঘটে চড়িলামের বিস্তির্ন এলাকায়৷ ঝড়ে বহু গাছপালা ভেঙ্গে রাস্তায় পড়লে জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়৷ অন্তত ২০ মিনিট STROMআসাম আগরতলা জাতীয় সড়ক স্তব্ধ হয়ে যায়৷ এতে সিপাহীজলা অভয়ারন্যের নিকটে গাছ ভেঙ্গে রাস্তার পড়ে৷ বিদ্যুৎ সংযোগ স্তব্ধ হয়ে পড়ে৷ চড়িলামে বহু এলাকায় ক্ষয়ক্ষতি হয়৷ সুফাজিয়ামুড়া, বালুয়াছড়ি, উত্তর চড়িলামের বহু অংশে বিদ্যুতের তার ছিড়ে যায় ও গাছপালা ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়৷ সব মিলিয়ে পরিস্থিতি হয়েছে বিভাষিকায় পরিণত৷
দুইদিন ধরে আকাশটা ছিল রৌদ্র ও আবার হঠাৎ মেঘাচ্ছন্ন৷ ক্ষন বিরতির পর টুপটাপ করে বৃষ্টি নামছিল এবং থেমেও যাচ্ছিল৷ হঠাৎ করে দমকা হাওয়া বইছিল এবং আকাশ তার অশান্ত রূপ প্রকাশ করছিল বিদ্যুৎ চমকে ও বজ্রপাত ঘটিয়ে৷ প্রচন্ড দমকা হাওয়ায় চড়িলামের বিস্তিন্ন এলাকায় ঘরবাড়ি, গাছপালা ভেঙ্গে পড়ে৷
এদিকে, কৈলাসহরের বিভিন্ন এলাকায় ঝড় তুফানে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বহু গাছ ভেঙে পড়েছে৷ বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ অনেক এলাকা নিষ্প্রদীপ৷ বিদ্যুৎ নিগমের স্থানীয় অফিস সূত্রে জানা গিয়েছে পরিষেবা স্বাভাবিক হতে দুই তিন দিন সময় লাগবে৷ মারাত্মক ক্ষতি হয়েছে বিদ্যুৎ পরিবাহী তারের৷
অন্যদিকে, রাজধানী আগরতলা শহর সহ আশেপাশের এলাকাতেও ব্যাপক ক্ষতি হয়েছে বিদ্যুৎ পরিবাহী তারের৷ শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা অস্বাভাবিক হয়ে গিয়েছে৷ রাজ্যের অন্যান্য মহকুমা থেকেও জানা গিয়েছে এদিন সন্ধ্যার ঝড়ে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ বেশ কিছু বাড়ি ঘর ভেঙ্গে পড়েছে৷ যদিও কোথাও কোন প্রাণহানির খবর নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *