BRAKING NEWS

আগরতলায় সংঘর্ষ ঃ গুজবের জন্য সোশ্যাল মিডিয়াকে দায়ী করে প্রশাসনের শান্তি বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগষ্ট৷৷ মঙ্গলবার রাজধানী আগরতলা শহরে আইপিএফটি দলের মিছিলকে কেন্দ্র করে যে PHOTO 2হিংসাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে তার রেশ একেবারেই কেটে যায়নি৷ সোস্যাল মিডিয়ার হাত ধরে একাংশ গুজব ছড়িয়ে চলেছে৷ আর এজন্যই পরিস্থিতি সংবেদনশীল হয়ে রয়েছে৷ প্রকাশ্যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও প্ররোচনা জারি রয়েছে৷ তাই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসনের তরফ থেকে জনগণের কাছে আহ্বান জানানো হচ্ছে৷ প্রশাসন অবশ্য সোশ্যাল মিডিয়াতে যারা এই ধরনের প্ররোচনামূলক তথ্য পরিবেশন করছে এবং গুজব ছড়ানোর চেষ্টা করছে তাদের সনাক্ত করে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছে৷ ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে পুলিশের একটি টিমকে এই কাজে নিযুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে৷ এদিকে আগরতলা শহরের বেশ কয়েকটি স্থান থেকে ছাত্রছাত্রীরা মফঃস্বলে বাড়ি ঘরে ফিরে যাচ্ছেন৷ এই বিষয়ে ছাত্রছাত্রীদের অভিযোগ তারা যেসব বাড়িতে ভাড়া থাকেন সেইসব বাড়ির মালিকরা তাদের নিরাপত্তার বিষয়ে কোন নিশ্চয়তা দিতে পাড়ছেন না৷ এই প্রসঙ্গে পুলিশ প্রশাসন লিখিত অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেবে বলে জানা গিয়েছে৷
এদিকে, বৃহস্পতিবারও আগরতলা শহরে জারি রয়েছে ১৪৪ ধারা৷ তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে উঠছে৷ এদিন দিনভর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শহেরর বিভিন্ন জায়গায় টহল দিয়েছে৷ এদিন যানবাহন চলাচল করেছে৷ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সরকারী দপ্তর বন্ধ ছিল৷ এদিকে প্রশাসনের তরফ থেকে আবারও আহ্বান জানানো হয়েছে কোন ধরনের গুজবে কান না দেওয়ার জন্য৷
রাজ্যে শান্তি সাম্প্রীতি কোন ভাবেই বিনষ্ট হতে দেওয়া হবে না৷ প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন ক্লাব৷ রাধানগরের রাধামাধব উন্নয়ন সংঘো শান্তি সম্প্রীতির আহ্বান জানিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠক থেকে এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষায় জাতি উপজাতিসহ সকল অংশের জনগনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে৷
হারাধন সংঘ ক্লাবে সন্ধ্যায় ১৬টি ক্লাবকে নিয়ে গঠিত কৃষ্ণনগর ক্লাব কো-অর্ডিনেশন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে গত ২৩ আগষ্ট আই পি এফটির মিছিল ও সভাকে কেন্দ্র করে আগরতলা শহর এলাকার সংগঠিত হিংসাত্মক ঘটনাগুলো নিয়ে পর্যালোচনা করা হয়৷ কৃষ্ণনগর ক্লাব কো-অর্ডিনেশন কমিটি এসব ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কায় জানিয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে নানা গুজব ছড়ানো হচ্ছে৷ তাতে রাজ্যে শান্তি সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ সংকীর্ণ স্বার্থান্বেষীরা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে৷ বিশেষ করে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার হচ্ছে যথেষ্ট ভাবে৷ এবিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কৃষ্ণনগর ক্লাব কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক হিমাদ্রী দেববর্মা বলেন, যারা শান্তিসম্প্রীতি বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে রুকে দাড়ানোর জন্য শান্তিকামী মানুষকে এগিয়ে আসতে হবে৷ এবিষয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে বলেও জানান তিনি৷
আগরতলা শহর এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষে বিভিন্ন ক্লাব যেভাবে এগিয়ে আসছে তা সত্যিই জাতি উপজাতির মধ্যে সম্প্রীতি অক্ষুন্ন রাখার ক্ষেত্রে বলিষ্ট ভূমিকা পালন করবে তা বলার অপেক্ষা রাখে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *