সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল রিও অলিম্পিক, এবার অপেক্ষা টোকিওর

রিও ডি জেনেইরো, ২২ আগস্ট (হি.স.) : সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল ২০১৬ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ রিও অলিম্পিক| ভারতীয় সময় সোমবার সকালে জমকালো সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় রিও ডি জেনেইরোর অভিযান | ব্রাজিলের RIOমারাকানায় প্রায় দুই ঘণ্টার জমকালো অনুষ্ঠান শেষে পর্দা নামলো অলিম্পিকের ৩১তম আসরে| এদিন সমাপ্তি অনুষ্ঠান শেষে টোকিওর মেয়রের হাতে অলিম্পিকের পতাকা তুলে দেওয়া হয় | এবারের অপেক্ষা ২০২০ টোকিও অলিম্পিকের|
রিও অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়ী অ্যাথেলিট সাক্ষী মালিক| রুপোর পদক জয়ী ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু আগেই দেশে ফিরে আশায় ভারতের পতাকা বহন করেন সিন্ধু| রিও অলিম্পিকে ভারত একটি রুপো ও ব্রোঞ্জ পেয়েছে| তবে দীপা কর্মকার সহ একাধিক ভারতীয় অ্যাথেলিট চতুর্থ স্থান অধিকার করে সকলের নজর কেড়েছেন| এবার লক্ষ্য টোকিও|
সমাপ্ত অনুষ্ঠান বাড়তি গুরুত্ব পায় ফুটবলে ব্রাজিলের সোনা জয়ের জন্য| এছাড়া শেষ দিনের ইভেন্টগুলোসহ রিওতে মোট ২৮টি ক্রীড়ায় ৩০৬টি সোনার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন বিশ্বের ২০৭টি দেশের মোট ১১ হাজারেরও বেশি অ্যাথলিট| পদক জয়ে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামলো রিও অলিম্পিক গেমসের| দ্বিতীয় এবং তৃতীয় হিসেবে রয়েছে িচন ও ব্রিটেন|
গত ৫ আগস্ট রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থের| লাতিন আমেরিকায় প্রথমবারের মতো এই বিশ্ব আসর বসে ব্রাজিলে| সমাপনী অনুষ্ঠানের মঞ্চে হয়েছে, নাচ-গানের পাশাপাশি নানা প্রদর্শনী| যার মধ্য দিয়ে ব্রাজিলের সংস্কৃতি-ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়| সঙ্গে ছিল অ্যাথলিটদের প্যারেডও|
দেশটির কিংবদন্তি ফুটবলার পেলের অনুপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের আলো যেন খানিকটা ম্লানই ছিল| উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক মশাল জ্বালানোর কথা ছিল পেলেরই| শারীরিক অসুস্থতার কারণে তার সেদিন থাকা হয়নি| তবে সেই ঘাটতি আর সমাপনীতে থাকলো না| অন্যতম আকর্ষণ হয়ে সামনে এলেন ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়াব্যক্তিত্ব|
অলিম্পিক রীতি অনুসারে, গেমসের সমাপ্তি অনুষ্ঠানের শেষ অংশে বক্তব্য রাখেন অলিম্পিক সভাপতি থমাস বাখ | নিজের বক্তব্য শেষে অলিম্পিক মশাল তুলে দেন ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমস প্রতিনিধিদের হাতে| এদিন অলিম্পিকমশাল গ্রহণ করেন টোকিওর মেয়র ইউরিকো কোইকে| আনুষ্ঠানিকভাবে রিও গেমসের অলিম্পিক মশাল নেভানোর পর এবার চার বছরের অপেক্ষা| অপেক্ষা টোকিও অলিম্পিকের জন্য|