BRAKING NEWS

ভারত-বাংলাদেশের মধ্যে চলবে আরও একটি ট্রেন

কলকাতা, ২৩ আগস্ট (হি.স.) : বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে আরও একটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত| মৈত্রী Trainএক্সপ্রেসের পর এবার কলকাতা থেকে খুলনা পর‌্যন্ত চালানো হবে আরও একটি নতুন ট্রেন বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে বলে সূত্রের খবর |
ভারতের পূর্ব রেলের মুখপাত্র আর এন মহাপাত্র জানিয়েছেন, দুই দেশের মধ্যে একটি প্যাসেঞ্জার ট্রেন চালানোর বিষয়ে আলোচনা চলছে| পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে ওই ট্রেন চালানো হবে | পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে আগে থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে মালগাড়ি চলাচল করে | আর এবার প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে বলে আলোচনা শুরু করা হয়েছে |
নদিয়ার গেদে এবং বাংলাদেশের দর্শনা সীমান্ত দিয়ে মৈত্রী এক্সপ্রেসের সফল সূচনার পর এবার বনগাঁও সীমান্ত দিয়ে অর্থাত্ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে ওই ট্রেন চালানোর কথা চিন্তাভাবনা করা হচ্ছে |
১৯৪৭ সালের আগে শিয়ালদা থেকে খুলনা এবং যশোর পর‌্যন্ত নিয়মিত একটি প্যাসেঞ্জার ট্রেন চলাচল করত | ১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে ওই ট্রেন চলা বন্ধ হয়ে যায় | এরপর ওই রুট দিয়ে শুধু মাত্র মালগাড়ি চলাচল শুরু করে
সম্প্রতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বাস দেন, সন্ত্রাসবাদ রুখতে ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে | শুধু তাই নয়, শিগগির প্রধানমন্ত্রী মোদীর মন কী বাত অনুষ্ঠানেরও সম্প্রচার করা হবে বাংলাদেশে | বাংলায় অনুবাদ করেই, ওই অনুষ্ঠান সম্প্রচারিত হবে | সেখানে প্রধানমন্ত্রী মোদীর কাছে বাংলাদেশের মানুষ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে পারবেন বলেও জানানো হয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *