BRAKING NEWS

বেলদায় দু’টি বাসের রেষারেষি, দুর্ঘটনায় আহত ৫০ যাত্রী

বেলদা, ২৩ আগস্ট (হি.স.): বেপরোয়া দু’টি বাসের রেষারেষির জের, দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস| আহত হয়েছেন ACCIDENTবাসের মোট ৫০ জন যাত্রী| মঙ্গলবার সকালে কেশপুর থেকে দীঘা যাওয়ার পথে বেলদা বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি বাস| প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্য একটি বাসকে অতিক্রম করতে গিয়ে চাকার সামনে বাম্পার পড়ে যায়, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারে একটি ঝুপড়ি বাড়িতে ঢুকে উল্টে যায়| সেই সময় ঝুপড়িতে কেউ না থাকায় শুধুমাত্র বাস যাত্রীরাই আহত হন|
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পেঁৗছয় বেলদা থানার পুলিশ| আহত যাত্রীদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়| আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক| তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনাগ্রস্ত বাস এবং বাসচালককে আটক করেছে বেলদা থানার পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *