BRAKING NEWS

দলীয় কর্মীকে মারধরের প্রতিবাদে খোয়াইয়ে বিজেপির পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২০ আগষ্ট৷৷ ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে বিকেল পাঁচটায় জাতীয় পতাকা নামানোর রীতি থাকলেও BJPসেদিন খোয়াইয়ের ধলাবিল এলাকায় স্থানীয় একটি ক্লাব জাতীয় পতাকা উত্তোলন করে ঠিকই কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলেও জাতীয় পতাকা নামায়নি৷ সন্ধ্যায় সাতটা নাগাদ এলাকারই এক বিজেপি কর্মী এই বিষয়টি দেখতে পায় এবং মোবাইল পতাকার ছবি নিতে গেলে ঐ বিজেপি কর্মীকে মারধর করা হয়৷ উক্ত ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি৷ বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিকের নেতৃত্বে খোয়াই থানাধীন ধলাবিল চৌমূহনীতে খোয়াই-রাধানগর সড়ক অবরোধ বসে বিজেপি কর্মী-সমর্থকরা৷ এই পথ অবরোধের ফলে ব্যস্ততম রাস্তা দুপ্রান্তেই অনেক যানবাহন আটকে পড়ে৷ খোয়াই থেকে আগরতলার উদ্দেশ্যে রওয়না হওয়া যানবাহনগুলি আটকে পড়ে এবং আগরতলা থেকে খোয়াইমুখী যানবাহনগুলি রামচন্দ্রঘাট ভায়া চেবরী দিয়ে খোয়াই এসে পৌছায়৷ যদি কুড়ি মিনিটের মতো এই রাস্তা রোকো আন্দোলনকে একটি গটআপ গেইম বলে মনে করছেন জনসাধারন৷ হাতেগুনা কয়েকজন বিজেপি কর্মীদের নিয়ে মাত্র কুড়ি মিনিটের আন্দোলন এবং রাস্তা রোকো আন্দোলনের শুরুতেই এসডিপিও সাহেবের সাথে কানে-কানে ফিসফাস গোপন আলোচনা এই প্রশ্ণের উদ্বব করছে৷ কুড়ি মিনিটের মধ্যেই রাস্তা আবরোধ ও বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহারের পর এসডিপিও সাহেব ঘোষণা করেন, দেখলেন কত দ্রুত আন্দোলনকে প্রত্যাহার করিয়ে নিলাম৷ তবে ভুললে চলবে না, সব কিছুর সাক্ষী কিন্তু হলেন জনসাধারনই৷ স্বভাবতই জনমনে প্রশ্ণ উঠে তাহলে কি এটা গটআপ গেইম নাকি দলীয় কর্মীদের বোকা বানানা৷
এদিকে আন্দোলনের নেতৃত্বদানকারী বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক মিডিয়ার সামনে ১৫ই আগষ্টের ঘটনা তুলে ধরেন৷ তিনি মিডিয়াকে জানান যে, প্রচন্ড মারধরের ফলে রমেন সাউতাল (২১) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ তার আঘাত গুরুতর৷ ঘটনার ৫ দিন অতিবাহিত হবার পরও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি খোয়াইয়ের পুলিশ৷ অথচ নাম-ধাম দিয়ে খোয়াই থানায় মামলা রুজু করা হয়েছিল৷ তার পরেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার কেন করেনি এই প্রশ্ণের উত্তর জানতেই শনিবার সকাল আটটা থেকে খোয়াই ধলাবিল চৌমুহনীতে বিজেপি দলের পক্ষে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করা হয় বলে জানালেন সুবল বাবু৷ দাবি অভিযুক্তদের গ্রেপ্তার করা৷ দীর্ঘক্ষন পথ অবরোধ চলার পর স্বদলবলে ঘটনাস্থলে পৌছান খোয়াইয়ের এসডিপিও সাহেব৷ তিনি সুবল ভৌমিক ও অন্যান্য অবরোধকারীদের সাথে আলোচনা শুরু করেন৷ শেষে দীর্ঘক্ষন আলোচনা চলার পর অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পেয়ে বিক্ষোভ প্রত্যাহার করে নেয় বিজেপি৷ বিজেপি দলের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে নয়তো বিজেপি দলের পক্ষে পরবর্তী সময়ে আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *