বিশেষ প্রতিনিধি, কমলপুর, ১৭ আগষ্ট৷৷ ধলাই জেলার কমলপুর-আমবাসা সড়কের রাখালতলী এলাকায় বেইলী ব্রিজ (লোহার সেতু) ভেঙ্গে বারো চাকার লড়ি ছড়ায়৷ আহত চালক সহ তিনজন৷ কমলপুরের সঙ্গে আমবাসার যোগাযোগা বিচ্ছিন্ন৷
এদিকে, এলাকাবাসীর পক্ষ থেকে বহুবা জানানো সত্বেও কমলপুর- আমবাসা সড়কের রাখালতলী এলাকার বেইলী ব্রীজের সংস্কারের কোন উদ্যোগ নেয়নি পুর্ত দপ্তর৷ আর পুর্ত পাপের খেসারত দিতে হচ্ছে যান চালক সহ সাধারণ মানুষকে৷ দূর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ৷ মাল বোঝাই বারো চাকার একটি লরি আমবাসা তেকে কমলপুর যাওয়ার পথে রাখালতলী বেইলী ব্রিজটি পার হবার সময় আচমকা ব্রিজটি ভেঙ্গে পড়ে৷ তাতে টিআর-০১- ডিডি-৫৯৮৯ নম্বরের বারো চাকার লরিটি মালপত্র সহ উল্টে পড়ে ছড়াতে৷ তাছাড়া ঠিক তখন কমলপুর থেকে আমবাসা যাচ্ছিল আরেকটি মারুতী ভ্যান৷ ভ্যানটিও ফেঁসে যায় ভাঙ্গা ব্রিজের উপর৷ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ পৌঁছে৷ এই ব্রিটি ভেঙ্গে পড়ায় আমবাসা থেকে কমলপুরের মধ্যে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে৷ পুর্ত দপ্তরের আধিকারীকরা ঘটনাস্থলে পৌঁছেন এবং ব্রিজ সংস্কারের বিষয়ে আলাপ আলোচনা চলছে বলে খবর পাওয়া গিয়েছে৷
এদিকে, লরির চালক ও দুই সহচালক গুরুতর আহত হয়৷ সঙ্গে সঙ্গেই স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে কুলাই হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয় কুলাই হাসপাতাল থেকে৷ আহত তিনজনের বাড়িই আসামে৷ ব্রিজের উপর ফেঁসে যাওয়া মারুতী ভ্যানের নম্বর টি আর-০৪- বি- ০৫৮৫৷