BRAKING NEWS

উত্তরপ্রদেশে টানা ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩

লখনউ, ১৭ আগস্ট (হি.স.) : উত্তরপ্রদেশে টানা ভারী বৃষ্টিতে ৱুধবার পর‌্যন্ত মৃতু্য হয়েছে ১৩ জনের| এদের মধ্যে রায়বরেলিতেই মৃতের সংখ্যা ছ’জন| মাটির RAINবাড়িতে জল ঢুকে যাওয়ায় দেওয়াল ধসে মৃতু্য হয়েছে বলে পুলিশ জানিয়েছে|
মঙ্গলবার থেকেই টানা বৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশের মধ্য ও পূর্বাঞ্চলে| খুরেহাটিতে বিদু্যস্পৃষ্ট হয়ে মারা গেছে দুজন| সীতাপুর জেলার থেড়ওয়া গ্রামেও বিদু্যস্পৃষ্ট হয়ে মৃতু্য হয়েছে মা ও শিশুকন্যার| লখনউয়ে একটি দেওয়াল ধসে মৃতু্য হয়েছে তিনজনের| ঘাগরা নদীতে জলস্ফীতির কারণে ভেসে গেছে বাহরেখ জেলার ২৪টিরও বেশি গ্রাম| চিত্রকূট জেলায় ৭৬ নম্বর জাতীয় সড়ক জলে ভেসে যাওয়ায় যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে| বৃষ্টির জেরে বালিয়া জেলার পরিস্থিতিও খারাপ হয়ে গিয়েছে| সেখানে ইতিমধ্যে গঙ্গার জল বিপদসীমার উপর দিয়ে বইছে| বন্যায় বহু একর জমি ভেসে গেছে| ফলে কয়েকশো কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছে জেলা প্রশাসন| ক্ষতিগ্রস্তদের ইতিমধ্যেই প্রশাসনের তরফে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়েছে| খাদ্য ও ত্রাণ সামগ্রীরও ব্যবস্থা করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *