BRAKING NEWS

রাজস্ব দপ্তরে চাকুরী নিয়ে শাসক দলেই তীব্র ক্ষোভ বিশালগড়ে

unemployed tripuraনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ আগষ্ট৷৷ বিশালগড়ের প্রতিটি এলাকায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে রাজস্ব দপ্তরে চাকুরী বন্টন নিয়ে৷ বিশালগড়ের সিপিএম লোক্যাল কমিটির সদস্যরাও রাজস্ব দপ্তরের চাকুরী নিয়ে ক্ষোভের মুখে পড়েন৷ বিশেষ করে বিশালগড় পশ্চিমাঞ্চলে যতগুলি অফার যায় সেগুলি নিয়ে খোদ শাসক দলের মধ্যেই অসন্তোষ চরমে৷ কোন্ যোগ্যতার নিরিখে চাকুরীর অফার দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ একই ব্যক্তির নামে দুটি অফার, কোটিপতির ঘরে চাকুরী, বিরোধী দলের নেতাকে চাকুরীর অফার৷ এইসব বিষয় নিয়ে শাসক দলের স্থানীয় নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, বিশালগড়েরর কে কে নগর পঞ্চায়েতের বর্তমান প্রধানের মেয়ের জামাইয়ের নামে দুটি অফার৷ এলাকার কোটিপতি বাদল দাসের রাবার বাগান বিক্রিয় ঘটনায় এলাকায় লেনেদেনের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল৷ পশ্চিমাঞ্চলের মেম্বার ও এলসিএমদের নিয়ে চেলিখলা শেডঘরে ভানুলাল সাহার বৈঠকে নেতাদের প্রশ্ণবানে জর্জরিত হয়ে ক্ষুব্ধ নেতাদের থামাতে গিয়ে ভানলাল সাহা জানান, চাকুরী নিয়ে কোন অভিযোগ ও প্রশ্ণ থাকলে তা মুখে না বলে কাগজে লিখে দিতে৷ এতে আরও ক্ষেপে যান স্থানীয় নেতারা৷ দলের উপর স্তরের নেতাদের একটিই বক্তব্য চাকুরী দিচ্ছে রাজ্য সরকার৷ তাহলে প্রশ্ণ উঠেছে কেন চাকুরী প্রার্থী বেকারদের আশ্বাস দেওয়া হয় পার্টির মিছিল মিটিয়ে যোগ দিলে চাকুরী দেওয়া হবে৷ ইন্টারভিউ দেওয়ার পর কেনই বেকার চাকুরীপ্রার্থীরা তাদের টুকেন নম্বর সিপিএম পার্টির নেতাদের হাতে তুলে দেয়৷ এদিকে, শাসক দলের নেতারা রাজস্ব দপ্তরে চাকুরীর অফার ছাড়ার পরপরই পার্টি অফিসগুলিতে ক্যাডার বেকারদের ভীড় জমছে৷ প্রতিদিনই দলের নেতারা বেকার ক্যাডারদের তোপের মুখে পড়ছেন৷ কোনও রকমে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করা হচ্ছে৷ আশ্বাস দেওয়া হচ্ছে পরবর্তীতে অন্য কোন দপ্তরে চাকুরী দেওয়া হবে৷ প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে সরকারী বিভিন্ন দপ্তরে চাকুরী প্রদানের ক্ষেত্রে স্বজন পোষণ ও অনিয়মের অভিযোগ উঠেছে৷ বছরের পর বছর রাজ্য বামফ্রন্ট সরকার চাকুরী প্রদানের ক্ষেত্রে দলবাজী ও স্বজন পোষণ করে চলেছে৷ তাতে প্রকৃত যোগ্যরা বঞ্চিত হচ্ছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *