নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ আগস্ট৷৷ রাজ্য বিদ্যুৎ নিগম ও রাজ্যের সরকারের প্রত্যন্ত এলাকায় বিদ্যুতায়ন ব্যবস্থা কিছু একটা জায়গায় সমর্থ হলেও এখনো বিভিন্ন এডিসি ভিলেজে বিদ্যুতের আঁলো পৌঁছেনি৷ এরপরও যে সমস্ত পার্বত্য অঞ্চলের বিভিন্ন গ্রামে বর্তমানে বিদ্যুৎ পৌঁছে গেছে এক প্রকার বিদ্যুৎ নিগমের মুঙ্গিয়াকামী শাখার অপদার্থতার জন্য একটি গ্রাম অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে৷ জানা যায়, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের পূর্বলক্ষ্মীপুর এডিসি ভিলেজের লাকাইবাড়ির গ্রামে ২৮ পরিবারের বসবাস৷ এই এলাকায় বেশিরভাগই জুমিয়া ও দিনমজুর পরিবারের বসবাস৷ এরা প্রত্যেক বিদ্যুৎ নিগমের মুঙ্গিয়াকামী শাখা থেকে বিদ্যুতের পরিষেবা পেয়ে খুশি৷ কারণ এখন আর কুপির বাতি বা কেরোসিনের অপেক্ষা করতে হয় না৷ তবে এই খুশির জুয়ারে বাধ সাধলো মুঙ্গিয়াকামী বিদ্যুৎ নিগম৷ এলাকাবাসী অভিযোগ করে জানায় আজ থেকে এক মাস আগে দপ্তর থেকে এসে পুরো গ্রামের বিদ্যুৎ ব্যবস্থা ছিন্ন করে যায়৷ ফলে দীর্ঘ একমাস ধরে সেই গ্রাম আবারও অন্ধকারে কুপিবাতি ও কোরোসিন নির্ভর হতে হয়৷ তারা এই গ্রামের ২৮ পরিবারের মধ্যে প্রায় ১০ পরিবার বিদ্যুতের বিল নিয়মিত প্রদান করত৷ ১৮ পরিবারই বিল একেবারে পরিশোধ করেনি৷ তাই দপ্তর পুরো গ্রামের বিদ্যুৎ ছিন্ন করে দেয়৷ তাদের অভিযোগ ১৮ পরিবারের জন্য কেন ১০ পরিবার অন্ধকারে থাকবে৷ এব্যাপারে দপ্তর জানায় ঐ এলাকার ২৮ পরিবারের মধ্যে ১০ পরিবারের বৈধ বিদ্যুতের লাইন আছে এবং বাকিরা হুক লাইনে বিদ্যুৎ পেয়ে প্রায় এলাকায় দেড় লক্ষাধিক টাকা বিদ্যুতের বিল বকেয়া আছে এর মধ্যে ৫০ শতাংশ বিল পরিশোধ করলেই পুনরায় গ্রামে আলো জ্বলবে৷