নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ কৈলাসহরকে রেলমানচিত্রে যুক্ত করার জন্য যে সার্ভে করা হবে তা সম্প্রসারিত করে কমলপুর-খোয়াই- আগরতলা-বিলোনিয়া পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য রেলমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন বিজেপি রাজ্য কমিটির সভাপতি বিপ্লব দেব৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, এবিষয়ে রেলমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে৷ পাশাপাশি রাজ্যে ব্রডগেজ সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইন করারও অনুরোধ জানানো হয়েছে৷
এদিন তিনি জানান, আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করার জন্য রেলপথ সম্প্রসারণ বিশেষ ভাবে জরুরি৷ সম্প্রতি রেলওয়ে বোর্ড কৈলাসহরকে রেলমানচিত্রে যুক্ত করার জন্য ধর্মনগর থেকে কৈলাসহর হয়ে পেঁচারথল পর্যন্ত সার্ভে করতে অর্থ বরাদ্দ করেছে৷ যেহেতু নতুন এই রেল লাইন বসানোর জন্য সার্ভে শুরু হবে, সেহেতু এর সাথে কমলপুর, খোয়াই, আগরতলা এবং বিলোনীয়াকে যুক্ত করার জন্য রেলপথ সম্প্রসারণে একসাথে যাতে সার্ভে হয় তার জন্য রেলমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে৷ এই দাবি মেনে নেওয়া হলে ধর্মনগর, কৈলাসহর, পেঁচারথলের সাথে কমলপুর, খোয়াই, আগরতলা হয়ে বিলোনিয়া পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ সম্ভব হবে৷ তাতে রাজ্যের মানুষ দারুণভাবে উপকৃত হবে৷ অর্থনৈতিক দিক দিয়েও মানুষ লাভবান হবে৷ শ্রীদেব আশা প্রকাশ করে বলেন, রেলমন্ত্রী এই দাবি নিশ্চয়ই মেনে নেবেন৷