BRAKING NEWS

সোনামুড়ায় নাবালিকার বিয়ে আটকে দিলেন এসডিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ সোনামুড়ায় এক নাবালিকার বিয়ে আটকে দিল মহকুমা প্রশাসন৷ জনমনে কৌতূহল, পাশাপাশি বিয়ে বাড়িতে চাঞ্চল্যকর পরিস্থিতি৷ সোনামুড়ার রবীন্দ্রনগরের বাসিন্দা নাবালিকা পূর্ণিমা৷ আর অভিভাবকদের কান্ডজ্ঞানহীনতার কারণে এই পূর্ণিমার নাবালিকা অবস্থাতেই কার্যত তার অমতেই বিয়ে দেওয়া হচ্ছিল বলে খবর৷ পুরোপুরি তৈরি বিয়ের আসর৷ বাজছে সানাই৷ এর মধ্যেই সোনামুড়া মহকুমার ডেপুটি কালেক্টর দীপরাজ রায় পুলিশ বাহিনী নিয়ে ওই বিয়ে বাড়িতে হানা দিয়ে এই অবৈধ আইন বিরোধী বিয়ে আটকে ছিলেন৷ বাড়িতে এসে নাবালিকা কনের বিভিন্ন কাগজপত্র দেখে তার বিয়ের প্রকৃত বয়স না হওয়ায় এই বিয়ে আটকে দেওয়া হয়েছে৷ বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন সংশ্লিষ্ট মহকুমার ডেপুটি কালেক্টর দীপরাজ রায়৷ এব্যাপারে কনের অভিভাবকরা অবশ্য এগিয়ে এসে কিছু বলতে চাননি৷ এর মধ্যেই নাবালিকা অবস্থায় অবৈধ বিয়ে হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেল এক শিশু কন্যা৷ এরপরও ঘটনায় সোনামুড়ার রবীন্দ্রনগরের  বাসিন্দাদের মধ্যে কৌতূহলের পাশাপাশি চাঞ্চল্য দেখা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *