নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ আগস্ট৷৷ গোপন সূত্রের ভিত্তিতে সিপাহিজলা জেলার বংশীবাড়ি এলাকা থেকে আনুমানিক তিন লক্ষ টাকার অবৈধ বনজ সম্পদ উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা৷ বিশালগড় বংশীবাড়ি এলাকায় হানা দিয়ে বন দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়ে বহু চোরাই কাঠ ও মেশিন উদ্ধার করে৷ বহু অভিযান চালিয়েও বন দস্যুদের কাউকে গ্রেপ্তা করতে সক্ষম হয়নি৷ চোরাকারবারীরাও পুলিশ ও বনকর্মীদের খবর পেয়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ দীর্ঘদিন ধরে জঙ্গলে অবৈধ ভাবে কাঠ, চোরাই মেশিন বসিয়ে বন দস্যুরা দামি গাছগুলো কেটে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে৷ বনকর্মীদের দেখে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় বনদস্যুরা৷ জানা গেছে, একটি কা চেরাই মেশিন, একটি জেনারেটর ও লক্ষাধিক টাকার চেরাই কাঠ উদ্ধার করে ফিরে আসতে হয় বনকর্মীদের৷ অভিযানের প্রধান নেত্রী ছিলেন বিশালগড় মহকুমার বন আধিকারিক পৌশালি রায়৷ তাছাড়া অভিযানে ছিলেন ফরেস্ট রেঞ্জার দয়াময় চক্রবর্তী ও অন্যান্য বনকর্মীরা৷ উদ্ধারকৃত বনজ সম্পদের বাজার মূল্য আনুমানিক তিন লক্ষাধিক টাকা৷ পৌশালি রায় জানান এই ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে৷