BRAKING NEWS

যাত্রা শুরু করল মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ রাজ্যের ইতিহাসে সংযোজন ঘটল আরো একটি সোনার পালকের৷ বুধবার থেকে রাজ্যে উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে যাত্রা শুরু করল মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়৷ এদিন ৫টি ডিপার্টমেন্টের প্রায় ১০৯ জন শিক্ষার্থীদের নিয়ে এমবিবি বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়৷
বুধবার থেকে পথ চলা শুরু করল রাজ্য সরকারের মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়৷ এদিন বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগের ১০৯ জন ছাত্রছাত্রী এবং ৯জন অধ্যাপকদের নিয়ে আয়োজিত সচেতনতামূলক অনুষ্টানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়৷ এই অনুষ্ঠানে এমবিবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক গৌতম কুমার বসু, রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের সচিব জগদীশ সিং, এমবিবি কলেজের অধ্যক্ষ ড দিলীপ সরকার, অধ্যাপক স্বরূপ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন৷ এই সচেতনতামূলক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক গৌতম কুমার বসু জানান, প্রথম ব্যাচের ছাত্র হলেও তোমরাই এই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এই কৃতিত্বকে মাথায় রেখেই সামনের দিকে এগুতে হবে তোমাদের৷
উল্লেখ্য, পালবিক এডমিনিস্ট্রেশন, এপ্লায়েড ম্যাথামেটিক্স, ইংলিশ, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এই চারটি ডিপার্টমেন্ট নিয়ে এমবিবি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়৷ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জানান, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন চালিয়ে যাওয়ার জন্য প্রতিটি বিভাগে দুজন করে গেস্ট লেকচারের নিয়োগ করা হয়েছে৷ এছাড়া কিছু সিনিয়র অধ্যাপকও রয়েছেন৷ বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে প্রতি সেমিস্টারে প্রতিটি বিষয়ের জন্য ১জন করে বর্হিরাজ্য থেকে ভিজিটিং প্রফেসার নিয়ে আসা হবে৷ এছাড়াও রাজ্য সরকার ২০ টে পোস্ট পূরণের সিদ্ধান্ত নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *