BRAKING NEWS

মেলাঘরে জলে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক শিশুর৷ ঘটনা মঙ্গলবার সোনামুড়া মহকুমার মেলাঘর চড় এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর চড় এলাকার বাসিন্দা কাজল নম- এর ৪ বছরের শিশুপুত্র  নীরব নমঃ এদিন খেলতে খেলতে বাড়ির লোকদের অগোচরেই পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে যায়৷ বেশ কিছুক্ষণ নীরবকে দেখতে না পেয়ে বাড়ির লোকদের খোঁজাখঁুজি শুরু হয়৷ বেশ কিছুক্ষণ খোঁজার পর পার্শ্ববর্তী একটি পুুকুরে নীরবের দেহ ভাসতে দেখে বাড়ির লোক৷ সঙ্গে সঙ্গে পুকুর থেকে তুলে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীরবকে মৃত বলে জানায়৷ ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার সহ এলাকার লোক৷ বুধবার ময়নাতদন্তের পর নীরবের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *