নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের রাধানগর এলাকায় এক গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে৷ অগ্ণিদগ্দ গৃহবধূ অনামিকা দাস বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ গৃহবধূটি আটমাসের অন্তঃসত্ত্বা৷ গুণধর স্বামী কার্তিক সরকার তার স্ত্রীর গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ৷ তাতে কার্তিক সরকারও অগ্ণিদগ্দ হয়েছে৷ তাকেও জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা যায়, পুরাতন আগরতলার অনামিকা দাসের সামাাজিক প্রথায় গাড়ি মেকানিক কার্তিক সরকারের সঙ্গে বিয়ে হয়েছিল৷ অনামিকার দিনদরিদ্র পিতা সাধ্যমতো টাকা পয়সা অন্যান্য জিনিসপত্র বিয়েতে মিটিয়ে দিয়েছিলেন৷ কিন্তু বিয়ের পর থেকেই কার্তিক তার শ্বশুরের উপর নগদ টাকা পয়সার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করতে থাকে৷ চাহিদা অনুযায়ী টাকা পয়সা মিটিয়ে দিতে না পারার কারণে অনামিকা কেরোসিন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ৷ এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে রাধানগর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷